কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিওয়াইবির সাক্ষাতে ক্যান্টিনে খাবারের দাম কমানোর আশ্বাস ঢাকা কলেজ অধ্যক্ষের

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের সঙ্গে মতবিনিময় করছেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সদস্যরা। ছবি : কালবেলা
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের সঙ্গে মতবিনিময় করছেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সদস্যরা। ছবি : কালবেলা

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের সঙ্গে পরিচয় পর্ব মতবিনিময় সভা করেছেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ ঢাকা কলেজ শাখার নতুন কমিটির সদস্যরা। এ সময় কলেজ ক্যান্টিনে খাবারের দাম কমানোর আশ্বাস দেন অধ্যক্ষ।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ঢাকা কলেজ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সিওয়াইবির ঢাকা কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সদস্যরা ঢাকা কলেজের অধ্যক্ষকে ফুলেল অভ্যর্থনা জানান।

এ সময় সিওয়াইবির সভাপতি মো. ইমরান হোসাইন ক্যাম্পাসে ভোক্তা হিসেবে শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ-সুবিধার অধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, হলগুলোর ডাইনিংয়ের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, হলরুমের ডাইনিংয়ে খাবারের মান ও সে অনুযায়ী দাম নির্ধারণ করতে হবে। ক্যান্টিনের খাবার উচ্চ মূল্যে বিক্রি হওয়ার দিকটি তুলে ধরে যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেন তিনি।

হলের মধ্যে অবস্থিত দোকানের পণ্যের দাম নির্ধারিত ও প্রকাশ্যে টানানোর ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি। এছাড়া মূল গেটের সামনের দোকান উঠিয়ে দেওয়ার এবং রিকশাসহ অন্য যানবাহন রেখে গেট বন্ধ করে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা সৃষ্টির বিষয়েও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

সর্বশেষ ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীই ভোক্তা ও ভোক্তার অধিকার যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে আলোকপাত করে ক্যাম্পাসকেন্দ্রিক যে কোনো তদারকি ও অভিযানের ক্ষেত্রে শিক্ষক-ছাত্র একসঙ্গে কাজ করার দাবি জানান তিনি।

ঢাকা কলেজের অধ্যক্ষ আলোচনার শুরুতে সিওয়াইবির নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যাবলি শুনে সবকিছু পজিটিভলি গ্রহণ করেন।

তিনি হলের ডাইনিংয়ের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে প্রত্যেকটি হলের রান্নার সঙ্গে জড়িত কর্মচারীদের কাছে নির্দেশনা পৌঁছে দিতে অধ্যাপক আনোয়ারকে নির্দেশ প্রদান করেন। এরপর হলের ডাইনিংয়ে যারা কর্মচারী রয়েছে তারা খাবারের উচ্চ মূল্য রেখে শিক্ষার্থীদের সঙ্গে যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে লক্ষ রেখে প্রতিদিনের বাজার মূল্য অনুযায়ী কেমন খাবার পরিবেশন করা হচ্ছে তা সুষ্ঠুভাবে পর্যবেক্ষণের জন্য সিওয়াইবি ঢাকা কলেজ শাখার সদস্যদের নিয়ে অভিযান চালানোর নিশ্চয়তা দেন।

ক্যান্টিন ও দোকানগুলোতে উচ্চ মূল্যে খাবার বিক্রির ব্যাপারে তিনি বাইরের দোকানের খাদ্যপণ্যের সঙ্গে সমান মূল্য না রেখে যেন অন্তত ২০ শতাংশ মূল্য কম রাখা হয় তারও নিশ্চয়তা দেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও দক্ষিণ হল প্রভোস্ট অধ্যাপক আনোয়ার স্যার বিষয়গুলোর প্রতি একমত পোষণ করেন ও লিপিবদ্ধ করেন।

আগামী রোববার ক্যান্টিন পরিচালকের সঙ্গে দাম নির্ধারণ ও মান সংরক্ষণের বিষয়ে আলোচনার সিদ্ধান্ত দেন অধ্যক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

১৮ তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

জাল সনদে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগে অপসারণ দাবি

রিয়ালে সতীর্থ ও স্টাফদের যে চমকে যাওয়া উপহার দিয়েছিলেন রোনালদো

সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান

চাকরি দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

১০

হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের 

১১

কুমিল্লা মিডিয়া ফোরামের নেতৃত্বে মামুন-আতিক

১২

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক নাসিম 

১৩

অভিনয়ের জন্য অনেক কিছু করতে হয়েছে : অপু বিশ্বাস

১৪

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

১৫

জবির দুই শিক্ষককে মারধর / তদন্ত কমিটি থেকে সভাপতি-সেক্রেটারির পদত্যাগ

১৬

পাইকগাছা-খুলনা সড়কে গাড়ি চলাচল বন্ধ

১৭

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

১৮

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ 

১৯

মিটফোর্ডে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ২

২০
X