বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত। ছবি : কালবেলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত হয়েছে। নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার পর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে মারণসাগর পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে মারণসাগর পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য, জাতীয় দিবস উদযাপন কমিটি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আতাউর রহমানসহ শিক্ষার্থীরাও পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তা ১৬ ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এর আগে ১০ ডিসেম্বর ময়মনসিংহ শত্রুমুক্ত হয়। এই শত্রু মুক্তির সংগ্রামে বাকৃবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অসামান্য ভূমিকা রেখেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতোই আমরা জুলাই মাসেও জালিম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং আগস্ট মাসে বিজয় অর্জন করেছি। আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো জালিম সরকার বা গোষ্ঠী আমাদের দমিয়ে রাখতে না পারে। এ দেশের মাটিতে কোনো জালিমের জায়গা হবে না। সবাই স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে। মহান আল্লাহ তাআলা আমাদের এমন সক্ষমতা দিন, যাতে আমরা ন্যায় ও সত্যের পথে অবিচল থাকতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের হাত আরও শক্তিশালী করবে বিএনপি : তারেক রহমান

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা

জীবগাঁও কলেজে শতভাগ ফেল, অধ্যক্ষ বললেন ‘হতাশাজনক’

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

১০

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

১১

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

১২

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

১৩

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

১৪

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

১৫

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

১৬

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১৭

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

১৮

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১৯

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

২০
X