ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

তিন মিষ্টি আলু হটাবে ক্যানসার-ডায়াবেটিস

ক্যানসার-ডায়াবেটিস প্রতিরোধে তিন জাতের মিষ্টি আলু ও ইনসেটে অধ্যাপক এবিএম আরিফ হাসান খান। ছবি : কালবেলা
ক্যানসার-ডায়াবেটিস প্রতিরোধে তিন জাতের মিষ্টি আলু ও ইনসেটে অধ্যাপক এবিএম আরিফ হাসান খান। ছবি : কালবেলা

মিষ্টি আলুর ৫৪০টি জাত নিয়ে প্রায় সাড়ে চার বছর ধরে চলেছে গবেষণা। অবশেষে তিনটি জাত গ্রহণ করা হয়েছে। রোগপ্রতিরোধী গুণাবলি ও পুষ্টির জন্য পরিচিত মিষ্টি আলু। এই তিনটি জাত ক্যান্সার, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগ প্রতিরোধে কাজ করবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ প্রজনন বিভাগের একদল গবেষককে নিয়ে গবেষণায় নেতৃত্ব দেন বিভাগের অধ্যাপক এবিএম আরিফ হাসান খান। বাকৃবির ২০-৩০ শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে যুক্ত ছিলেন এ গবেষণায়। প্রায় সাড়ে চার বছর ধরে চলেছে গবেষণা। নাম দেওয়া হয়েছে বাউ মিষ্টি আলু-৭, বাউ মিষ্টি আলু-৮ ও বাউ মিষ্টি আলু-৯।

সংশ্লিষ্টরা জানান, গবেষণার জন্য বীজ আনা হয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ পেরু থেকে। জাতগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলেছে বাকৃবি চত্বর ছাড়াও ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চলে। মাঠ পর্যায়ে স্থানীয় কৃষকরা সহায়তা করেছেন। অবশেষে গত মাসে নতুন জাতগুলোর অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।

এগুলো সাধারণ মিষ্টি আলুর চেয়ে প্রায় তিন গুণ বেশি ফলনশীল। প্রতিটি গাছে এক থেকে দেড় কেজি আলু পাওয়া যায়। এই আলুর ফলন পাওয়া যাবে ৯০ থেকে ১০০ দিনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আলু সারাবছরই চাষ করা যাবে। এতে কৃষক যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, আবার সারাবছরই মিলবে পুষ্টির জোগান।

নতুন উদ্ভাবিত কমলা রঙের মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি ও খনিজ উপাদান রয়েছে, যা চোখের রোগ, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার প্রতিরোধ এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। বেগুনি মিষ্টি আলুতে অ্যান্থোসায়ানিন ও পলিফেনল থাকায় এটি ক্যানসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিভিন্ন রোগপ্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। গোলাপি জাত থেকেও মিলবে এমন পুষ্টি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-২-এর প্রধান ডা. খুরশেদ আলম বলেন, উদ্ভাবিত মিষ্টি আলুগুলোতে প্রচুর পরিমাণ অ্যান্থোসায়ানিন, কেরোটিন ও ফাইবার রয়েছে। ফলে মানবদেহে ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

প্রধান গবেষক অধ্যাপক আরিফ হাসান কালবেলাকে বলেন, সাড়ে চার বছরের গবেষণায় মিষ্টি আলুর রঙিন তিনটি জাত উদ্ভাবন করা হয়। এসব আলু দেখতে বেগুনি, কমলা ও গোলাপি রঙের। এসব মিষ্টি আলুর গ্লাইসেমিক ইনডেক্স ভাতের চেয়ে কম, যেজন্য ডায়াবেটিস রোগীরা এই আলু খেতে পারেন। এসব আলুতে প্রচুর পরিমাণ অ্যান্থোসায়ানিন, কেরাটিন ও ফাইবার রয়েছে।

তিনি আরও বলেন, এগুলো নিয়মিত খেলে ক্যানসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা অন্ত্রের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। রক্ত পরিষ্কারে সহায়তা এবং স্মৃতিশক্তি বাড়াতেও এর পুষ্টিগুণ ভূমিকা রাখে। নতুন জাতের আলুগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সারা দেশে দ্রুত ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছ ও সুশৃঙ্খল নির্বাচনে সশস্ত্র বাহিনীই নির্ভরতার প্রতীক

বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক ১

খোলা তালাকের পর অন্যত্র বিয়ে ছাড়া কি পূর্বের স্বামীকে বিয়ে করা জায়েজ?

ভূমিকম্প নিয়ে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ

এবি পার্টির উল্লেখযোগ্য অগ্রগতি : জরিপ

‘নতুন শাড়িতে পুরোনো বউ’ দিয়ে আর ধোঁকা দেওয়া যাবে না : চরমোনাই পীর

সিয়ামের নতুন নায়িকা

৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

বিসিএসআইআর-বিইউএফটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভুলেও খাবেন না এই ৩ পানীয়, নষ্ট হতে পারে আপনার স্মৃতিশক্তি

১০

সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন ‘টিআরসি’র আত্মপ্রকাশ

১১

শাহ আমানত বিমানবন্দরে মাঝারি স্কেলের অগ্নি নির্বাপন মহড়া

১২

কাদাজলে লন্ডভন্ড ইন্দোনেশিয়ার জনজীবন

১৩

শিক্ষকরা কর্মবিরতিতে, পরীক্ষা নিলেন শিক্ষা অফিসার

১৪

বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ, কলগার্লসহ আটক ৩

১৫

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

১৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

১৭

জুলাই শহীদদের আত্মত্যাগই আমাদের চালিকাশক্তি : উপদেষ্টা আদিলুর রহমান

১৮

এবার শাকিবের বিপরীতে নাসির উদ্দিন খান

১৯

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : ছাত্রশিবির সেক্রেটারি

২০
X