বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এলো বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি শিক্ষার্থীদের তৈরি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘বাউব্রেনিয়াম’। ছবি : কালবেলা
বাকৃবি শিক্ষার্থীদের তৈরি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘বাউব্রেনিয়াম’। ছবি : কালবেলা

বাংলাদেশের ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের তৈরি প্রথম নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন শিক্ষার্থীর উদ্যোগে তৈরি হয়েছে এ নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যার নাম ‘বাউব্রেনিয়াম’।

এ উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী- একেএম ফজলে হাসান রাব্বি নূর, মোহাম্মদ ফাহাদ হাসান ও মোহাম্মদ দিদারুল আনোয়ার আফিফ। তাদের দল ‘টিম তিন উস্তাদ’ এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে।

দলের সদস্যরা জানান, নতুন উদ্ভাবিত এ সামাজিক যোগাযোগমাধ্যমের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং সার্বিক সহযোগিতা করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য, পাস করে যাওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত অভিজ্ঞতা ও বাস্তবিক উপদেশ সবকিছুই এ প্ল্যাটফর্মে রাখা হবে। বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের একটি ডিজিটাল কমিউনিটিতে একসঙ্গে যুক্ত করার প্র‍য়াস থেকেই এই বাউব্রেনিয়ামের উদ্ভাবন।

তবে এটি শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে থাকবে না, এটি হবে সবার আবেগের জায়গা, এমনটি জানিয়েছেন উদ্ভাবক দলের সদস্যরা। তারা বলেন, ‘ফেসবুক বা অন্যান্য মাধ্যমে বাকৃবির তথ্য ছড়িয়ে থাকলেও একটি কেন্দ্রীয় নিজস্ব মাধ্যম কখনো ছিল না। আমরা সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছি।’

তারা আরও জানান, এই মাধ্যমটিতে রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য, যা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এটিকে আলাদা করেছে। কেউ চাইলে বন্ধুকে ‘সিক্রেট মেসেজ’ পাঠাতে পারবেন, পোস্ট করতে পারবেন শিক্ষকদের সংক্ষিপ্ত বক্তব্য, দিতে পারবেন অনুজদের বিভিন্ন উপদেশ।

কেবল তথ্য সংগ্রহ এবং প্রচারই নয় তথ্য সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এক্সনহোস্ট (বাংলাদেশভিত্তিক ওয়েব হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান)-এর নিরাপদ সার্ভারে তথ্যকে সাংকেতিকভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এতে করে তৃতীয় কোনো পক্ষ তথ্য পাবে না এবং তথ্য চুরিরও কোনো সম্ভাবনা নেই।

বাউব্রেনিয়ামের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে তারা জানান, ভবিষ্যতে এতে ক্লাসের সময়সূচি, রিয়েল-টাইম বাস ট্র্যাকিং ব্যবস্থা, একাডেমিক ক্যালেন্ডার, অফিসিয়াল নোটিশ ও ক্যাম্পাসের সংবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়াও চাকরি ও ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি, বিভাগভিত্তিক আলোচনার সুযোগ অন্তর্ভুক্ত করারও সুযোগ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পেলেই সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বাউব্রেনিয়াম বর্তমানে বেটা ভার্সনে রয়েছে অর্থাৎ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। www.baubrainium.xyz লিংকে ওয়েব ভার্সন ও www.tinustad.xyz/baubrainium.apk লিংকে অ্যাপটি পাওয়া যাবে। সবার পরামর্শ ও সমর্থন পেলে ভবিষ্যতে এর উন্নত সংস্করণ নিয়ে কাজ করা হবে বলে জানান উদ্যোক্তা দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X