কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

পানি কমেছে গোমতীর, খুপরি ছেড়ে ঘরে ফিরছে মানুষ

গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, পানি কমার সেই দৃশ্য দেখছেন দুই শিশু। ছবি : কালবেলা
গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, পানি কমার সেই দৃশ্য দেখছেন দুই শিশু। ছবি : কালবেলা

গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়তে থাকে নদীর পানি। এতে বেড়িবাঁধে বসবাসকারীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। বন্যার আশঙ্কায় অনেকেই বাঁধের ওপর খুপরিঘর বানিয়ে আশ্রয় নিয়েছিলেন।

শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে বৃষ্টি বন্ধ থাকায় দ্রুত পানি কমতে শুরু করেছে। এতে নদীপাড়ের মানুষের মাঝে আতঙ্ক কাটতে শুরু করেছে।

জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, পাহাড়ি ঢলে চলতি মৌসুমে গোমতী নদীর চরসহ জেলার বিভিন্ন এলাকায় সবজি, আউশ ও রোপা আমন বীজ তলাসহ প্রায় ১৩ হাজার ৬৪০ হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ১০ কোট টাকারও বেশি।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনে টানা মাঝারি ও ভারি বর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে গোমতীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই অবস্থায় চলে আসে। এতে নদীর চরে গড়ে ওঠা বসতঘরের কাছাকাছি চলে আসে পানি। ফলে অনেকেই আগাম সতর্কতা হিসেবে বাড়িঘর ছেড়ে বেড়িবাঁধে সড়কের পাশে খুপরিঘর নির্মাণ করেছে। কেউ আবার স্বজনদের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন। বাড়ির মালামাল রক্ষা করতে বেড়িবাঁধে এনে রাখেছেন। তবে বৃহস্পতিবার রাত থেকে নদীর পানি কমতে থাকায় সকাল থেকে মানুষ পুনরায় খুপরি ঘর ছেড়ে নিজ বাড়িতে ফিরতে থাকেন।

চানপুর এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া কালবেলাকে বলেন, নিরুপায় হয়ে গোমতীর চরে বসবাস করছি। গত তিন দিনে যেন ৩ বছর পার করেছি। ঘরের কাছাকাছি পানি চলে এসেছে। ছেলে সন্তান নিয়ে বাঁশ-পলিথিন দিয়ে খুপরি বানিয়ে বেড়িবাঁধে ও সড়কের পাশে রাত্রিযাপন করেছে আমার মতো অনেকে। শুক্রবার সকাল থেকে আকাশে রোদ দেখে এবং নদীর পানি কমায় এখন বাড়িতে চলে এসেছি।

আমতলী এলাকার কৃষক শাহ আলম বলেন, চরে প্রায় তিন একর জমিতে এবার সবজি চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টি ও ভারতীয় পানিতে সব তলিয়ে গেছে। ঋণ নিয়ে কৃষি কাজ শুরু করি। পানির কারণে আমার অন্তত ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ পরিশোধ করব কীভাবে জানি না। এই চরে আমার মতো আরও অনেক কৃষক রয়েছে, তাদেরও লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, টানা ভারি বর্ষণ আর উজানের ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। বৃষ্টি থামার পর এবং উজানের ঢল কিছুটা কমায় বিপদমুক্ত বলা যেতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই ধীরে ধীরে পানি কমতে শুরু করে। শুক্রবার বিকেল ৩টায় ৮ দশমিক ৫৬ সেন্টিমিটারে প্রবাহিত হতে দেখা গেছে। এরআগে বৃহস্পতিবার পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৬৮ মিটার। গোমতী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩০ সেন্টিমিটার। বৃষ্টি না হলে রাতে অংশে পানি আরও কমে যাবে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ইতিমধ্যে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবু সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবেদ আলী জানান, এখন পর্যন্ত জেলার কোথাও বন্যার সৃষ্টি হয়নি। একাধিক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি খবর পেয়েছি। আশার কথা হলো গোমতী নদীর পানি ধীরগতিতে হলেও কমে আসছে। আগামী দুএক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইউব মাহমুদ বলেন, চলতি মৌসুমে গোমতী নদীর চরসহ জেলার বিভিন্ন এলাকায় সবজি, আউশ ও রোপা আমন বীজ তলাসহ প্রায় ১৩ হাজার ৬৪০ হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ কোট টাকারও বেশি ক্ষতি হয়েছে কৃষকদের। পুরোপুরি পানি নেমে গেলে আমরা এর সঠিক পরিসংখ্যান বের করতে পারবো।

গত বছরের ২২ আগস্ট রাতে জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ কয়েকটি উপজেলা। স্মরণকালের সেই বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন কুমিল্লার মানুষ। যার কারণে গোমতীতে পানি বাড়লে পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বাড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকাল মৃত্যু ঠেকাতে আইনের সংস্কার জরুরি

সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ  মিছিল

জোতাকে উৎসর্গ করে সিরাজের আবেগঘন বার্তা

অশ্লীলতার অভিযোগে বেলি ড্যান্সার গ্রেপ্তার (ভিডিও)

ইসরায়েলে যাওয়া ইমামদের নিয়ে কড়া বার্তা আল আজহারের

আল্লাহর গজব পড়ুক, যারা মানুষ হতে পারল না : খায়রুল বাসার

ট্রাম্পের শুল্ক চিঠি পেয়ে খুশি কেন মিয়ানমারের জান্তা সরকার

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : রংপুরে ৬ কিমি পায়ে হেঁটে বিক্ষোভ  

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল ইরান

সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না : দুলু

১০

নির্বাচনের আগে দেশ সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত হোক : আতিকুর রহমান

১১

স্রোতে ভেঙে গেছে সেতু, ভোগান্তিতে ৪৩ গ্রামের মানুষ

১২

ট্রেজারার পদে নিয়োগ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএফও

১৩

কিশোরগঞ্জে নৌকাডুবি : বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার

১৪

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

১৫

দেশবাসী চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না : শিবির

১৬

খেলাফত যুব মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত

১৭

নতুনভাবে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না : রিফাত রশিদ

১৮

সড়কের পাশে মিলল যুবকের গলাকাটা মরদেহ

১৯

অজয়কে নিয়ে ঠাট্টা করলেন কাজল

২০
X