জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জকসু’র নীতিমালা অনুমোদন, শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী রোডম্যাপ : জবি উপাচার্য 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালার চূড়ান্ত খসড়া বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল ৩টায় শুরু হওয়া ৯৯তম সিন্ডিকেটে জকসু নিয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন সিন্ডিকেট শুরুর পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করে সিন্ডিকেট সদস্যরা। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের জন্য মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করেই সিন্ডিকেট শুরু করেন। সিন্ডিকেট সভা শেষ হয় রাত সাড়ে ৮টার দিকে।

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসুর নীতিমালাটি মন্ত্রনালয় ও রাষ্ট্রপ্রতির অনুমোদন পাওয়া মাত্রই জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই আমার প্রথম সিন্ডিকেট। জকসুর চূড়ান্ত খসড়া সিন্ডিকেটে পাস হয়েছে।

উপাচার্য ড. রেজাউল করিম বলেন, যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এ ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কোনো ধারা বা বিধি নেই তাই আজকের অনুমোদিত নীতিমালাটি এখন আমাদের আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। নীতিমালা মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অনুমোদিত হয়ে আসার সঙ্গে সঙ্গেই আমরা জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব।

উপাচার্য জানান, এদিন সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াবলি উত্থাপিত হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থানকারী স্বৈরাচারী কিছু শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে।

এদিন সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শরমীনসহ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুজুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান এবং সদস্য সচিব রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১০

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১১

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১২

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৩

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৪

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৫

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৬

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৭

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৮

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৯

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

২০
X