খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুবির এমওইউ স্বাক্ষর

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে খুবির শিক্ষক-কর্মকর্তারা। ছবি : কালবেলা
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে খুবির শিক্ষক-কর্মকর্তারা। ছবি : কালবেলা

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তুরস্কের চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভার্চ্যুয়ালি এ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ও চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির পক্ষে রেক্টর প্রফেসর ড. রমজান কুনেট এরেনোগ্লু এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয়।

এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ এমওইউর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও গবেষণার মানোন্নয়নের পথ আরও সুগম হল। আমি আশা করি, এমওইউ অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

স্বাগত বক্তব্যে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, সম্ভাব্যক্ষেত্র এবং সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক কোলাবরেশনের দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থানগত কারণ এবং বিষয়ের বৈচিত্র্যতা এ বিশ্ববিদ্যালয়কে বহুমুখী জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এমওইউ’র খুলনা বিশ্ববিদ্যালয়ের ফোকাল পার্সন সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম, চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির ফোকাল পার্সন সহকারী অধ্যাপক ড. গিজেম আকসু ও সহকারী অধ্যাপক ড. সেফা আকসু। চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক ড. এমরাহ। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এমওইউতে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের মোবিলিটি প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম, যৌথ সায়েন্টিফিক পাবলিকেশন এবং যৌথ সেমিনার, কনফারেন্স ও প্রজেক্টের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু বৃহস্পতিবার 

শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন প্রধান শিক্ষক, ভিডিও ভাইরাল

ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যে সর্বোচ্চ যৌন অপরাধ করে ভারতীয়রা

স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল

ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি

বনজ কুমারের মামলায় খালাস পেলেন ইলিয়াস

নদীতে চর ধসে আতঙ্কে শতাধিক পরিবার

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ!

আসনসীমা নিয়ে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ শিগগিরই 

১০

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়ার শঙ্কা

১১

মুহূর্তের ব্যবধানেই ভেস্তে গেল বন্দরে ডাকাতির পরিকল্পনা

১২

মেসিকে না পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট

১৩

কিডনি রোগ হলে কী কী লক্ষণ হবে শরীরে

১৪

এবার ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সমন্বয়ক রিয়াদ রিমান্ডে 

১৫

কাগজপত্র জালিয়াতি করে অধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন

১৬

বিপিএলে ১ বলে ১৫ রান দেওয়া বোলার এবার দিলেন ১ বলে ২২ রান!

১৭

পেছাল রাকসু নির্বাচনের তারিখ, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

১৮

রুমমেটকে ছুরিকাঘাত, ঘটনাটি সাজানো বললেন ভিপি প্রার্থী জালাল

১৯

ইরানে ফিরলেন আইএইএ পরিদর্শকরা, পরমাণু সহযোগিতা অনিশ্চিত

২০
X