খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুবির এমওইউ স্বাক্ষর

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে খুবির শিক্ষক-কর্মকর্তারা। ছবি : কালবেলা
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে খুবির শিক্ষক-কর্মকর্তারা। ছবি : কালবেলা

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তুরস্কের চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভার্চ্যুয়ালি এ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ও চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির পক্ষে রেক্টর প্রফেসর ড. রমজান কুনেট এরেনোগ্লু এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয়।

এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ এমওইউর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও গবেষণার মানোন্নয়নের পথ আরও সুগম হল। আমি আশা করি, এমওইউ অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

স্বাগত বক্তব্যে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, সম্ভাব্যক্ষেত্র এবং সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক কোলাবরেশনের দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থানগত কারণ এবং বিষয়ের বৈচিত্র্যতা এ বিশ্ববিদ্যালয়কে বহুমুখী জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এমওইউ’র খুলনা বিশ্ববিদ্যালয়ের ফোকাল পার্সন সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম, চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির ফোকাল পার্সন সহকারী অধ্যাপক ড. গিজেম আকসু ও সহকারী অধ্যাপক ড. সেফা আকসু। চানাক্কালে অনসেকিজ মার্ট ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক ড. এমরাহ। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এমওইউতে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের মোবিলিটি প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম, যৌথ সায়েন্টিফিক পাবলিকেশন এবং যৌথ সেমিনার, কনফারেন্স ও প্রজেক্টের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদ্‌যাপন, সমৃদ্ধির পথে একসাথে

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

১০

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

১১

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১২

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১৩

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১৪

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৫

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৬

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৭

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৮

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৯

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

২০
X