ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার, প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

কুয়েটে হামলার শিকার শিক্ষার্থীদের অন্যায়ভাবে বহিষ্কারের প্রতিবাদ এবং তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘দালাল ভিসির পদত্যাগ, দফা এক দাবি এক’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালাল ভিসির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’- ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি; কিন্তু কুয়েটের ঘটনায় মনে হচ্ছে আমরা আবারও একটি ফ্যাসিবাদের দেশ পেয়েছি। কুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগত বিএনপি যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। অথচ এরপরও বুয়েটের প্রশাসন অপরাধীদের কোনো বিচারের আওতায় আনতে পারেনি, কোনো মামলা হয়নি অথচ যারা মার খেয়েছে তাদেরই আসামি করে মামলা করা হয়েছে। কুয়েটের ভিসি বিএনপির জিয়া পরিষদের আহ্বায়ক এবং সাবেক ছাত্রদল নেতা।

জুবায়ের বলেন, যে শিক্ষার্থীরা মার খেয়েছে তাদের ওপর যে মামলা হয়েছে তা বিএনপির মদদে হয়েছে। আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আছি। শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত থেকে অতি দ্রুত সরে আসতে হবে। শিক্ষার্থীদের হলে প্রবেশ ঠেকাতে হল বন্ধ রাখা হয়েছে। আমরা প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। কুয়েট শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। অবিলম্বে দালাল ভিসি মো. মাসুদের পদত্যাগ দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময় বলেন, তারা (বিএনপি) নব্য ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের এই আশা কোনো দিন বাস্তবায়ন হবে না। তারা (আওয়ামী লীগ) তো ভারত পালিয়েছে আপনারা সেটাও পারবেন না।

বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, কুয়েটের শিক্ষার্থীদের ওপর বিএনপির সন্ত্রাসীরা যখন হামলা করেছিল তখন শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেনাবাহিনী যখন ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিল তখন এই দালাল ভিসি সেনাবাহিনীকে অনুমতি দেয়নি। শিক্ষার্থীদের ওপর যে মামলা করা হয়েছে তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে, কেন তারা এই মামলা গ্রহণ করল। অবিলম্বে মামলা প্রত্যাহার করে যারা হামলায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

মুসাদ্দিক বলেন, আজকে রামপুরায় আওয়ামী লীগ মিছিল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কেন তাদের গ্রেপ্তার করছে না তা জানতে চাই। অতি দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই তিনটি পেনাল্টি রুখে ইতিহাস গড়লেন তুর্কি গোলকিপার

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? আসল রহস্য জেনে নিন

শিশু তায়েবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতের নতুন দাবি

কেন এআই চ্যাটবট মাঝেমধ্যে ভুল উত্তর দেয়? জেনে নিন আসল রহস্য

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা / ‘যে প্রণোদনা দেওয়া হয় তাতে আমাদের কিছু হয় না’

জ্বরে ভুগছেন টাইগার ক্রিকেটার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

স্লোগান দেওয়া সেই তরুণীর পক্ষে লড়তে চান ফজলুর রহমান

প্রাথমিক অবস্থায় যে ৫ লক্ষণ দেখলে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

১০

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-পাবনা সড়ক পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

১১

রিয়ালকে একা ফেলে সুপার লিগ ছাড়তে চাইছে বার্সা

১২

নিষেধাজ্ঞার খবরে আকাশছোঁয়া ইলিশের দাম

১৩

বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৪

কানে ইয়ারফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন ইকরামুল, অতঃপর...

১৫

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

১৬

দস্যুদের থেকে জিম্মি ৪ জেলে উদ্ধার

১৭

জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ রাশেদের

১৮

জুমার দিনে ইসলামি বইমেলায় পাঠকদের ভিড়

১৯

ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

২০
X