বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
শের-ই-বাংলা মেডিকেল কলেজ

হোস্টেলে ছাত্রীকে র‌্যাগিং, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় সাংবাদিক।

শনিবার (২৬ আগস্ট) সকালে ওই ঘটনা ঘটে। এ কাজে মেডিকেল কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার, শিক্ষক ডা. পবিত্র ও মাসুম বিল্লাহ অংশ নেন বলে অভিযোগ। এ সময় সাংবাদিকদের ক্যামেরাসহ যন্ত্রাদি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান অধ্যক্ষ ফয়জুল বাশারসহ অভিযুক্ত চিকিৎসকরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো চিফ কাওসার হোসেন রানা, এশিয়ান টিভির ব্যুরো চিফ ফিরোজ মোস্তফা, সময় টিভির স্টাফ রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, আমিন ও আজিম শরিফ।

হামলার শিকার সাংবাদিক কাওসার হোসেন রানা বলেন, ‘গত বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হন। মেডিকেলের পঞ্চম ব্যাচের নিলামা হোসেন জুই ও তার সঙ্গীরা র‌্যাগিং করেন বলে অভিযোগ। এর বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তথ্য সংগ্রহে যান বরিশালে কর্মরত সাংবাদিকরা। ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ সাংবাদিকদের ওপর হামলা করেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার ও তার সহযোগীরা। এমনকি কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দিয়ে র‌্যাগিংয়ের ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখেন কলেজ অধ্যক্ষ।’

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করে জানান, অধ্যক্ষ ও তার সহযোগীরা সাংবাদিকদের চড়-থাপ্পড় দেন। পরে চেয়ার দিয়ে পেটান।

প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে গেট খুলে দুপুর ১টার দিকে সাংবাদিকদের উদ্ধার করে। এ সময় হামলার ঘটনায় বিচার চান সাংবাদিক নেতারা।

এদিকে দুপুর সোয়া ২টার দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাশার। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সে জন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তা ছাড়া র‌্যাগিংয়ের যে ঘটনা ঘটেছে সে জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অধ্যক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সাংবাদিক নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X