বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
শের-ই-বাংলা মেডিকেল কলেজ

হোস্টেলে ছাত্রীকে র‌্যাগিং, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় সাংবাদিক।

শনিবার (২৬ আগস্ট) সকালে ওই ঘটনা ঘটে। এ কাজে মেডিকেল কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার, শিক্ষক ডা. পবিত্র ও মাসুম বিল্লাহ অংশ নেন বলে অভিযোগ। এ সময় সাংবাদিকদের ক্যামেরাসহ যন্ত্রাদি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান অধ্যক্ষ ফয়জুল বাশারসহ অভিযুক্ত চিকিৎসকরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো চিফ কাওসার হোসেন রানা, এশিয়ান টিভির ব্যুরো চিফ ফিরোজ মোস্তফা, সময় টিভির স্টাফ রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, আমিন ও আজিম শরিফ।

হামলার শিকার সাংবাদিক কাওসার হোসেন রানা বলেন, ‘গত বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হন। মেডিকেলের পঞ্চম ব্যাচের নিলামা হোসেন জুই ও তার সঙ্গীরা র‌্যাগিং করেন বলে অভিযোগ। এর বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তথ্য সংগ্রহে যান বরিশালে কর্মরত সাংবাদিকরা। ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ সাংবাদিকদের ওপর হামলা করেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার ও তার সহযোগীরা। এমনকি কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দিয়ে র‌্যাগিংয়ের ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখেন কলেজ অধ্যক্ষ।’

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করে জানান, অধ্যক্ষ ও তার সহযোগীরা সাংবাদিকদের চড়-থাপ্পড় দেন। পরে চেয়ার দিয়ে পেটান।

প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে গেট খুলে দুপুর ১টার দিকে সাংবাদিকদের উদ্ধার করে। এ সময় হামলার ঘটনায় বিচার চান সাংবাদিক নেতারা।

এদিকে দুপুর সোয়া ২টার দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাশার। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সে জন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তা ছাড়া র‌্যাগিংয়ের যে ঘটনা ঘটেছে সে জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অধ্যক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সাংবাদিক নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১০

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১১

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১২

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৩

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৪

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৫

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৬

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৭

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৮

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৯

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

২০
X