বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
শের-ই-বাংলা মেডিকেল কলেজ

হোস্টেলে ছাত্রীকে র‌্যাগিং, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় সাংবাদিক।

শনিবার (২৬ আগস্ট) সকালে ওই ঘটনা ঘটে। এ কাজে মেডিকেল কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার, শিক্ষক ডা. পবিত্র ও মাসুম বিল্লাহ অংশ নেন বলে অভিযোগ। এ সময় সাংবাদিকদের ক্যামেরাসহ যন্ত্রাদি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান অধ্যক্ষ ফয়জুল বাশারসহ অভিযুক্ত চিকিৎসকরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো চিফ কাওসার হোসেন রানা, এশিয়ান টিভির ব্যুরো চিফ ফিরোজ মোস্তফা, সময় টিভির স্টাফ রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, আমিন ও আজিম শরিফ।

হামলার শিকার সাংবাদিক কাওসার হোসেন রানা বলেন, ‘গত বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হন। মেডিকেলের পঞ্চম ব্যাচের নিলামা হোসেন জুই ও তার সঙ্গীরা র‌্যাগিং করেন বলে অভিযোগ। এর বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তথ্য সংগ্রহে যান বরিশালে কর্মরত সাংবাদিকরা। ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ সাংবাদিকদের ওপর হামলা করেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার ও তার সহযোগীরা। এমনকি কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দিয়ে র‌্যাগিংয়ের ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখেন কলেজ অধ্যক্ষ।’

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করে জানান, অধ্যক্ষ ও তার সহযোগীরা সাংবাদিকদের চড়-থাপ্পড় দেন। পরে চেয়ার দিয়ে পেটান।

প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে গেট খুলে দুপুর ১টার দিকে সাংবাদিকদের উদ্ধার করে। এ সময় হামলার ঘটনায় বিচার চান সাংবাদিক নেতারা।

এদিকে দুপুর সোয়া ২টার দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাশার। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সে জন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তা ছাড়া র‌্যাগিংয়ের যে ঘটনা ঘটেছে সে জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অধ্যক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সাংবাদিক নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১০

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান

১১

আরাকান আর্মির মাদক সন্ত্রাসে বিপর্যস্ত দেশ

১২

বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

১৩

যুবদল নেতার শতাধিক ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৪

প্রশিক্ষিত ২ কুকুর নিলামে বিক্রি

১৫

শিশুর মায়ের কোলে থাকার মতোই সনাতনীরা নিরাপদ থাকবে : কাজী আলাউদ্দীন

১৬

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১৭

দুই আইন পাসের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে : বিএনপি

১৮

মনোনয়ন নিয়ে যে কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

১৯

হোয়াটসঅ্যাপে এই ৪ ভুল করছেন? স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

২০
X