বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
শের-ই-বাংলা মেডিকেল কলেজ

হোস্টেলে ছাত্রীকে র‌্যাগিং, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় সাংবাদিক।

শনিবার (২৬ আগস্ট) সকালে ওই ঘটনা ঘটে। এ কাজে মেডিকেল কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার, শিক্ষক ডা. পবিত্র ও মাসুম বিল্লাহ অংশ নেন বলে অভিযোগ। এ সময় সাংবাদিকদের ক্যামেরাসহ যন্ত্রাদি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান অধ্যক্ষ ফয়জুল বাশারসহ অভিযুক্ত চিকিৎসকরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো চিফ কাওসার হোসেন রানা, এশিয়ান টিভির ব্যুরো চিফ ফিরোজ মোস্তফা, সময় টিভির স্টাফ রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, আমিন ও আজিম শরিফ।

হামলার শিকার সাংবাদিক কাওসার হোসেন রানা বলেন, ‘গত বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হন। মেডিকেলের পঞ্চম ব্যাচের নিলামা হোসেন জুই ও তার সঙ্গীরা র‌্যাগিং করেন বলে অভিযোগ। এর বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তথ্য সংগ্রহে যান বরিশালে কর্মরত সাংবাদিকরা। ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ সাংবাদিকদের ওপর হামলা করেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার ও তার সহযোগীরা। এমনকি কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দিয়ে র‌্যাগিংয়ের ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখেন কলেজ অধ্যক্ষ।’

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করে জানান, অধ্যক্ষ ও তার সহযোগীরা সাংবাদিকদের চড়-থাপ্পড় দেন। পরে চেয়ার দিয়ে পেটান।

প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে গেট খুলে দুপুর ১টার দিকে সাংবাদিকদের উদ্ধার করে। এ সময় হামলার ঘটনায় বিচার চান সাংবাদিক নেতারা।

এদিকে দুপুর সোয়া ২টার দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাশার। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সে জন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তা ছাড়া র‌্যাগিংয়ের যে ঘটনা ঘটেছে সে জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অধ্যক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সাংবাদিক নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

বৈঠকে সিইসি ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

১০

উন্নত ফর্মুলা ও আধুনিক প্যাকেজিংয়ে বাজারে ফিরেছে পন্ডস সুপার লাইট জেল

১১

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

১২

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৪

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

১৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

১৬

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

১৭

শিশুর আত্মবিশ্বাস গড়তে প্রতিদিনের কথার গুরুত্ব

১৮

সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে

১৯

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

২০
X