কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ মে) সকাল ১১টা-১২টা পর্যন্ত পিবিপ্রবির অ্যাকাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ।

একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের আওতাভুক্ত স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সমাপ্তি হলো। প্রতিটি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ মোট ২১টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশে প্রায় দেড় লাখেরও বেশি শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকসহ সব মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পিবিপ্রবি উপাচার্য বলেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে কাজ করায় উপাচার্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও তিনি জেলা ও পুলিশ প্রশাসনসহ সবার সহযোগিতার আশাবাদ জানান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশক বসানো হয়েছে। এ ছাড়া ভবনের প্রবেশমুখে আইন-শৃঙ্খলা উপকমিটির সদস্যরা ছাড়াও পিবিপ্রবি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত ছিল। এর পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, আগত অভিভাবকদের জন্য বিশ্রাম ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি মেডিকেল টিমসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি দূর করার জন্য পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকটি রাজনৈতিক দল গঠন করছে ইমরান খানের পিটিআই

এসজেডএমসি ডে-২০২৫ উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে : তথ্য উপদেষ্টা

খুলনায় বাঁধ ভেঙে প্লা‌বিত শত শত মা‌ছের ঘের, পা‌নির নি‌চে ৫‌ গ্রাম

ট্রেনের ছাদ বাঁকা কেন হয়? আসল রহস্য জেনে নিন

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রিমান্ডে 

দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আ.লীগ নেতার

এনবিআর সদস্য বেলালকে সরিয়ে প্রজ্ঞাপন

কোরআনের একাধিক আয়াতে যে ভূখণ্ডকে বরকতময় বলা হয়েছে

রিফাইন্ড আ.লীগ তৈরিতে কাজ করছে খুলনার আলোচিত ডা. শেখ বাহারুল

১০

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ড্রাম ড্রাম চোলাই মদ

১১

শামুকখোল পাখির ডাকে ঘুম ভাঙে যে গ্রামের

১২

বাদ গেলেন তিশা, যুক্ত হলেন সৃজিতের বান্ধবী সুস্মিতা

১৩

রাজশাহীতে রেলওয়ের প্রধান কার্যালয়ে দুদকের হানা

১৪

ট্রাম্প কি নোবেল পুরস্কার পাচ্ছেন?

১৫

জন্ম নিবন্ধন ছাড়াও পাওয়া যাবে টাইফয়েডের টিকা

১৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১৭

সারা দেশের ২০ অঞ্চলের জন্য আবহাওয়ার সতর্কবার্তা

১৮

শহিদুল আলমকে নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া

১৯

১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ উপদেষ্টার

২০
X