আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ সফল করার লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আ ফ ম কামালউদ্দীন হল ইউনিটের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ আগস্ট) রাত ৮টায় হলের কমনরুমে নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা আয়োজিত হয়।
বর্ধিত সভায় শাখা ছাত্রলীগের উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশেক মাহমুদ সোহান বলেন, ‘স্মরণকালের সর্ববৃহৎ এই ছাত্রসমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অবশ্যই সুশৃঙ্খলভাবে নিজেদেরকে মেলে ধরতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশের যোগ্য অংশীদার হিসেবে তুলে ধরতে এবং বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।’
বর্ধিত সভার বিষয়ে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। যা নেতাকর্মীদের উজ্জীবিত করবে এবং আগামী নির্বাচনে সংগঠনকে বাড়তি শক্তি জোগাবে বলে আমরা মনে করি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১ সেপ্টেম্বর ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ আয়োজনের ঘোষণা দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
মন্তব্য করুন