রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষ

রাবির কেন্দ্রীয় জিমনেশিয়ামে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাবির কেন্দ্রীয় জিমনেশিয়ামে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে দর্শকদের মাঝে অশালীন অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেশিয়ামে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে এ ঘটনা ঘটে।

এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা আখ্যা দিয়ে খেলা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরে আজকের স্কোর থেকে খেলা পুনরায় শুরু হবে বলে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে মার্কেটিং বিভাগের স্কোর ১৯ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্কোর ২১ তখন দর্শকের সারিতে থাকা উভয় বিভাগের শিক্ষার্থীরা কটুবাক্য উচ্চারণ ও বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কটুবাক্য বিনিময় এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও জিমনেশিয়ামের প্রায় অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপউপাচার্য সুলতান-উল-ইসলাম, উপউপাচার্য হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রামাণিক, আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুল হালিম ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম ফরহাদসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

মারামারির পরে উভয়পক্ষের অনেককেই হাতে লাঠিসোটা নিয়ে জিমনেশিয়ামের সামনে অবস্থান ও আশপাশে চলাফেরা করতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন দিতে চাই। এতে কোনো প্রকার বিশৃঙ্খলা কাম্য নয়। এ ঘটনায় দুই বিভাগের দুই শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল বিভাগের চেয়ারম্যান ও চিহ্নিত দুজনসহ সংশ্লিষ্টদের নিয়ে প্রক্টর দপ্তরে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের দলসমূহ অংশগ্রহণ করে। আজ ফাইনাল ম্যাচ শেষে সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১০

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১১

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১২

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৩

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৪

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৫

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৬

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৭

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৮

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৯

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

২০
X