ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়, সে অনুযায়ী কীরকম ব্যয় হয় তা এত দিন ছিল অজানা। এতে করে বিভিন্ন সময় নানা কাজে অনিয়মের সুযোগ তৈরি হতো। তবে এসব কাজে স্বচ্ছতা আনতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বাজেট ও এই বাজেটের বিভিন্ন ধরনের ব্যয় স্পষ্টভাবে উল্লেখ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে যে কেউ বিভিন্ন খাতের খরচ ও বাজেট নিয়ে অবগত থাকতে পারবেন।
রোববার (০১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কালবেলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন।
তিনি বলেন, আমি সব কাজে স্বচ্ছতা রাখতে চাই। কোনো ধরনের অস্পষ্টতা রাখতে চাই না। এজন্য যত ধরনের বাজেট হবে এবং কোথায় কত টাকা ব্যয় হচ্ছে সব উল্লেখ করা থাকবে। যাতে যে কেউ তা দেখতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কাল ও পরশুর মধ্যে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, দুই এক দিনের মধ্যে ডাকসু নির্বাচন বিষয়ে বিস্তারিত আপডেট দেওয়া হবে। আমি কথার বরখেলাপ করবো না।
মন্তব্য করুন