সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর কাছে চাঁদা চাইলেন বৈষম্যবিরোধীর দুই নেতা, অডিও ফাঁস

বাঁ থেকে সাজ্জাদুল ইসলাম আজাদ ও জহুরুল ইসলাম তানভীর। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সাজ্জাদুল ইসলাম আজাদ ও জহুরুল ইসলাম তানভীর। ছবি : সংগৃহীত

খুলনায় একটি মেলাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে খুলনা মহানগর বৈষম্যবিরোধী দুই ছাত্র নেতার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন- জহুরুল ইসলাম তানভীর ও সাজ্জাদুল ইসলাম আজাদ। তারা দুজনেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিজেদের মহানগরের ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

রোববার (০৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী মন্টুর কাছে চাঁদা দাবির ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি কল রেকর্ড ফাঁস হয়।

জানা যায়, জহুরুল ইসলাম তানভীর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের অনার্সের শিক্ষার্থী এবং সাজ্জাদুল ইসলাম আজাদ গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী। তারা যথাক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগরীর সদস্য সচিব ও মুখ্য সংগঠক। গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের খুলনা বিশ্ববিদ্যালয় ও মহানগরের আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নানা কর্মসূচিতেও তারা সক্রিয় অংশ নিয়েছেন।

ফাঁস হওয়া অডিও রেকর্ডে সাজ্জাদুল ইসলাম আজাদকে মেলার আয়োজকের কাছে ১০ টাকা দাবি করতে শোনা যায়। নেটিজেনদের ধারণা, ১০ টাকা বলে তিনি ১০ লাখ টাকাই বুঝিয়েছেন।

কল রেকর্ডে আয়োজক মন্টুকে বলতে শোনা যায়, ‘আমার দ্বারা সবাইকে কী ঠান্ডা করা সম্ভব? আমার কাছে ‘দুই টাকা’ (দুই লাখ) রেডি আছে, আপনি বললে এখনই দিয়ে যাব।’

জবাবে আজাদ বলেন, ‘আমি পারব সবাইকে ঠান্ডা করতে, এ টু জেড, সবাই ঠান্ডা থাকবে, কেউ ওইদিকে ঘুরেও তাকাবে না- যদি ১০ টাকা দেন (১০ লাখ)। আর যদি না দেন, তাহলে আজ এ গ্রুপ যাবে, কাল অন্য গ্রুপ যাবে- আপনি কয়জনকে ঠান্ডা করবেন?’

এ সময় মন্টু বলেন, ‘আমার দ্বারা তো সবাইকে ঠান্ডা করা সম্ভব না।’ জবাবে আজাদ বলেন, ‘আপনার পুলিশ কমিশনারও ঠান্ডা করতে পারবে না, বলে দিয়েন তারে।’ পরে মন্টু বলেন, ‘আপনাদের ছোট ভাইয়েরা এসে তানভীর ভাইয়ের কথা বলছে।’ জবাবে আজাদ বলেন, ‘মেলা ভাঙতে তো আমরা কাউকে পাঠাইনি তাহলে ওদেরই দিয়ে দেন।’ মন্টু বলেন, ‘দুই টাকা দিবার চাচ্ছি, আজকেই আসতেছি ভাই। আর প্রতি গ্রুপে তো দিতে পারব না ভাই। আপনারা বড় ভাই হয়ে যদি কন্ট্রোল করতে না পারেন!’

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার এমন অভিযোগে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশরিয়াক কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অরাজনৈতিক ঘোষণার পরও কিছু তথাকথিত ‘সমন্বয়ক’ নিজেদের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। ৫ আগস্টের পর দেখা যায়, তাদের জীবনযাত্রায় হঠাৎ পরিবর্তন এসেছে, তারা দামি বাইকে চলাফেরা করছেন।’

ইশরিয়াক কবির আরও বলেন, ‘ছাত্রলীগের প্রচারক আজাদ এখন নিজেকে ‘জুলাই আন্দোলনের কান্ডারি’ দাবি করলেও তার ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের বাঁচাতে তার সক্রিয়তা প্রশ্নবিদ্ধ। এদের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে ‘জুলাই চেতনা’। ভাইরাল হওয়া অডিওতে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা শুরু থেকেই ‘জুলাই চেতনা’ বিক্রি করে পুরো জাতির সঙ্গে গাদ্দারি করে আসছে। এদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

এ বিষয়ে জানতে চাইলে মন্টু বলেন, ‘ফাঁস হওয়া রেকর্ডিংয়ে আমার কন্ঠই শোনা যাচ্ছে। এটি আমার এবং সাজ্জাদের কল রেকর্ডিং। রেকর্ডিংয়ে যা শুনেছেন, সব সত্য। আমি এটা নিশ্চিত করছি। তারা চান্দা দাবি করছিল এবং চান্দা নিছেও আমার থেকে।’

এ বিষয়ে জানতে চাওয়ার জন্য সাজ্জাদুল ইসলাম আজাদকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

এ বিষয়ে বৈষম্যবিরোধীর নেতা জহুরুল তানভীর বলেন, ‘এটা অনেক আগের বিষয়। এ বিষয়ে আমাদের সম্পৃক্ততা আছে কিনা সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে। কেন্দ্রীয়ভাবে এর তদন্ত চলছে। বর্তমানে পুলিশ কমিশনারের পদত্যাগের বিষয়ে কথা উঠছে যা অন্যদিকে নেওয়ার জন্যও এ ইস্যু সামনে আনা হতে পারে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান বলেন, ‘নবপর্যায়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করেছে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো অপকর্ম আর সহ্য করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাব। গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

এ বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, ‘আমি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের বাইরে আছি, বিশ্ববিদ্যালয়ে ফিরে এ বিষয়ে খোঁজ নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দাম কমলো, ভরিতে কত

স্থানীয় নির্বাচনের দাবি হাসিনার ষড়যন্ত্রের অংশ : মুরাদ  

আসছে ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল

শাকিবের নতুন সিনেমায় নায়িকা নিয়ে দীপা খন্দকারের প্রশ্ন, শুরু বিতর্ক

গাজায় কীভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়, বর্ণনা দিলেন ইসরায়েলি সেনা

সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে হবে: হালিম

ইতিহাস গড়া নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

ফ্যাসিস্টদের দোসররা চান না স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক : ডা. রফিক

অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা জানালেন— বিএনপি নেতার বাড়িতেও মিলবে পিস্তল

বিচারক নিয়োগে আইনের নিরপেক্ষ অনুসরণ করতে হবে : ইসলামী আন্দোলন

১০

ভুয়া ফটোকার্ড নিয়ে বিজেআইএমের উদ্বেগ

১১

হবিগঞ্জে গ্রামবাসীর কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি

১২

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

১৩

মিডিয়ার প্রতি হুমকি প্রদর্শনে জাতীয় প্রেস ক্লাবের উদ্বেগ

১৪

ভারতীয় দম্পতিকেই বাংলাদেশি বলে পুশইন করল দিল্লি পুলিশ

১৫

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন বাসিন্দারা

১৬

ফের বর্ষসেরা ‘ডমেস্টিক এয়ারলাইন্স’ স্বীকৃতি পেল ইউএস-বাংলা

১৭

হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী আটক

১৮

ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

১৯

পুরান ঢাকায় ‘শহীদ আনাস সড়ক’ ও ‘জুনায়েদ চত্বরের’ নামফলক উন্মোচন  

২০
X