চবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

চলন্ত বাইক থেকে ফেলা হলো ছাত্রলীগ নেতাকে, এরপর যা ঘটল

চবি শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলম। ছবি : সংগৃহীত
চবি শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার ওয়াহিদুল আলম শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও সিএফসি গ্রুপের নেতা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মারধরের শিকার ওই ছাত্রলীগে নেতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চলতি একটি বাইক থেকে ওই নেতাকে ফেলে দেওয়া হয়। পরক্ষণে ৪ থেকে ৫ জন মিলে তাকে মিনিট দেড়েক মারধর করা হয়। তবে যে জায়গাতে তাকে মারধর করা হয় ওই জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হওয়ায় কাউকে চেনা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কয়েকজন বন্ধু-বান্ধবী মিলে সায়েন্স ফ্যাকাল্টির রাস্তা দিয়ে হেটে আসার সময় হঠাৎ দেখি একটি বাইক থেকে একজনকে ফেলে দেওয়া হয়। আমরা প্রথমে ভেবেছিলাম এক্সিডেন্ট। কিন্তু পরে দেখি আরও কয়েকজন একত্র হয়ে ওই ফেলে যাওয়া লোকটাকে মারধর করছে। আমরা ভয়ে ওইদিক থেকে চলে আসি।

মারধরের শিকার ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়সহ সিএফসি গ্রুপের হয়ে মারামারিতে নেতৃত্ব দিতেন তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নিয়মিত বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিতে দেখা গেছে তাকে। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, গত বছরের ১৪ জুলাই ছাত্রলীগের নেতাকর্মীরা যখন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে শাটল ট্রেনে হেনস্তা ও মারধর করে তুলে এনে প্রক্টর অফিসে নিয়ে আসে তখন সেখানে উপস্থিত ছিলেন এই ছাত্রলীগ নেতা। ওইসময় শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে উগ্র আচরণ করেন এই নেতা।

এ ছাড়া গত বছরের ১৯ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদকে মারধরের সময়ও উপস্থিত ছিলেন এই ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়ে এত অপকর্ম করার পরেও কীভাবে ক্যাম্পাসে আসার সাহস পায়? আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ কী, তারা কি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না? প্রক্টরিয়াল বডি তাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে। সে নির্দোষ নাকি অপরাধী তদন্ত করেছে কিছু?

চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আগে ক্যাম্পাসে ছাত্রলীগ করত এ রকম একটা ছেলেকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে কে বা কারা মারধর করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

এ বিষয়ে সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, চোর ধরার ঘটনা শুনে আমরা সায়েন্স ফ্যাকাল্টির দক্ষিণ পাশে যাই। সে (ছাত্রলীগ নেতা) নিজেও জানায় ‘ছাত্রলীগ’ ছিলাম বলে আমাকে মারধর করা হয়েছে। কিন্তু কারা মারধর করেছে সে নিজেও চিনতে পারেনি।

তিনি বলেন, মারধরে শিকার শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার চমেকে রেফার করতে বলেন। তবে সে যেতে রাজি হয়নি। ওইসময় তার (ছাত্রলীগ নেতা) দুই বন্ধু এসে উপস্থিত হয়। পরে তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পার সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করলেন সঞ্জয়

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট, যাত্রীরা চরম দুর্ভোগে 

নাক ডাকার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, যা বললেন নেহা

১২ শিক্ষকের সেই স্কুলে এবারও সবাই ফেল

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

এসএসসিতে আমিরাতের ২ প্রতিষ্ঠানে পাসের হার ৭২ শতাংশ

এক দেশে ৩৫%, অন্যদের ২০% শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

১০

গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

১১

প্রথম প্রেম ভুলতে পারেননি আনুশকা

১২

রাবিপ্রবিতে প্রথমবার ছাত্রদলের কমিটি

১৩

শেষ ওভারের নাটকীয়তায় রংপুরের জয়

১৪

প্রতিদিন ১৫ মিনিট হাঁটলেই ৭ পরিবর্তন আসবে আপনার

১৫

কক্সবাজারে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

১৬

নদীতে সেতু ভেঙে পড়া নিয়ে প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা

১৭

যমজ দুই ভাইয়ের আশ্চর্যজনক ফলাফল

১৮

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আসলে কেমন

১৯

৮ শিক্ষকের স্কুলে ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

২০
X