জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জাকসুর এক ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল

অমর্ত্য রায় জন। ছবি : কালবেলা
অমর্ত্য রায় জন। ছবি : কালবেলা

নিয়মিত ছাত্রত্ব না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে জাকসু নির্বাচন কমিশন।

শনিবার (৬ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভার ‍সিদ্ধান্তের বিষয়ে রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অমর্ত্য রায় জনকে বিশেষ বিবেচনায় স্নাতকের ৪০৮নং কোর্সে পরীক্ষার অনুমোদন দেওয়া হয়। মিটিংয়ের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ায় অমর্ত্য রায়ের নিয়মিত ছাত্রত্ব না থাকার বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনায় এসেছে।

ছাত্রত্ব না থাকার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ বলেন, অমর্ত্য ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী হিসেবে ২০২১ সালে স্নাতকোত্তর পরিক্ষায় অংশ গ্রহণ করে ৪০৭ ও ৪০৮নং কোর্সে অকৃতকার্য হন। আগের অর্ডিন্যান্স অনুযায়ী (বর্তমান অর্ডিন্যান্স ২০১৯-২০) অমর্ত্য শুধুমাত্র একবার মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের অসতর্কতায় একবারের পরিবর্তে দুইবার মানোন্নয়ন পরীক্ষার সুযোগ পেয়েও একটি কোর্সে পাস করতে পারেননি। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পর্বে ভর্তির আবেদন করলে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে, তিনি এখনো স্নাতক পরীক্ষায় একটি কোর্সে অকৃতকার্য আছেন। ফলস্বরূপ আমরা তাকে স্নাতকোত্তর ভর্তির সুযোগ না দিয়ে স্নাতকের ওই কোর্সটি পুনরায় পরীক্ষা নেওয়ার সুপারিশ করি, যা একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে একজন নির্বাচন কমিশনের স্বাক্ষর না থাকার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনার রেজওয়ান করিম স্নিগ্ধা অসুস্থ থাকায় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় অমর্ত্য রায় জন বলেন, আমরা প্যানেলের সবার সঙ্গে আলোচনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়

সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়

রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

বিসিবির কাছে বিচার চেয়ে সোহাগ গাজীর চিঠি

এগিয়ে গিয়েও ব্যর্থতার হতাশায় পুড়ল বসুন্ধরা কিংস

বিচ্ছেদ গুঞ্জনে যা বললেন পূর্ণিমা

এমবেউমোর জোড়া গোলে ম্যানইউর টানা তৃতীয় জয়

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ!

১০

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

১১

নতুন সরকার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালে থাকবেন কি না, জানালেন ধর্ম উপদেষ্টা

১২

ভুটান সরকারের ‘পাখিবাড়ি’

১৩

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ

১৪

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

১৫

দুর্ঘটনার কয়েক মাস আগে থেকেই ‘শাহাদাতের’দোয়া পড়ছিলেন জুনায়েদ জামশেদ

১৬

বিএনপি নেতাকে দেওয়া মালায় ১০ লাখ টাকার চেক

১৭

নতুন ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি, আঘাত হানতে পারে যেসব স্থানে

১৮

সিএনজি চালকদের জরুরি নির্দেশনা দিলেন এসএমপি কমিশনার

১৯

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ

২০
X