জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জাকসুর এক ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল

অমর্ত্য রায় জন। ছবি : কালবেলা
অমর্ত্য রায় জন। ছবি : কালবেলা

নিয়মিত ছাত্রত্ব না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে জাকসু নির্বাচন কমিশন।

শনিবার (৬ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভার ‍সিদ্ধান্তের বিষয়ে রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অমর্ত্য রায় জনকে বিশেষ বিবেচনায় স্নাতকের ৪০৮নং কোর্সে পরীক্ষার অনুমোদন দেওয়া হয়। মিটিংয়ের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ায় অমর্ত্য রায়ের নিয়মিত ছাত্রত্ব না থাকার বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনায় এসেছে।

ছাত্রত্ব না থাকার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ বলেন, অমর্ত্য ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী হিসেবে ২০২১ সালে স্নাতকোত্তর পরিক্ষায় অংশ গ্রহণ করে ৪০৭ ও ৪০৮নং কোর্সে অকৃতকার্য হন। আগের অর্ডিন্যান্স অনুযায়ী (বর্তমান অর্ডিন্যান্স ২০১৯-২০) অমর্ত্য শুধুমাত্র একবার মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের অসতর্কতায় একবারের পরিবর্তে দুইবার মানোন্নয়ন পরীক্ষার সুযোগ পেয়েও একটি কোর্সে পাস করতে পারেননি। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পর্বে ভর্তির আবেদন করলে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে, তিনি এখনো স্নাতক পরীক্ষায় একটি কোর্সে অকৃতকার্য আছেন। ফলস্বরূপ আমরা তাকে স্নাতকোত্তর ভর্তির সুযোগ না দিয়ে স্নাতকের ওই কোর্সটি পুনরায় পরীক্ষা নেওয়ার সুপারিশ করি, যা একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে একজন নির্বাচন কমিশনের স্বাক্ষর না থাকার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনার রেজওয়ান করিম স্নিগ্ধা অসুস্থ থাকায় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় অমর্ত্য রায় জন বলেন, আমরা প্যানেলের সবার সঙ্গে আলোচনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণা এড়াতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরামর্শ

অ্যাশেজ ছেড়ে আইপিএলের নিলামে থাকবেন ভেট্টোরি

মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত পুঁতে রাখলেন এলাকাবাসী

সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দিল ভারত

সড়কে প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত তিন যাত্রী

আকিকা না দিলে কি সন্তানের ওপর বিপদ-আপদ লেগে থাকে? 

চট্টগ্রামে এক মঞ্চে বসছেন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা

সুইফটের বিয়েতে এলাহী আয়োজন

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের সব প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার 

১০

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

১১

জামায়াত নেতাদের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

১২

সরকারি খাস জমির মাটি কাটার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

১৩

‘নেতা-মন্ত্রীরা মেসিকে দেখল সেই টাকা আমরা দিলাম’

১৪

এবারের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

১৫

স্ক্যাম ও জালিয়াতি শনাক্ত করতে সাহায্য করবে অ্যান্ড্রয়েডের এই গোপন ফিচার

১৬

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে

১৭

মিয়ানমারের মর্টারশেল-গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

১৮

নির্বাচনে ভোটার হয়েও ভোট দিতে পারবেন না যারা

১৯

জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

২০
X