কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তিন কেন্দ্রে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে

কেন্দ্রে ভোটারদের লাইন। ছবি : সংগৃহীত
কেন্দ্রে ভোটারদের লাইন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র ও ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র ও ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। তীব্র ভ্যাপসা গরমে কিছুটা কষ্ট হলেও নির্বিঘ্নে ভোট দিতে পারায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। গড়ে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে এই তিন কেন্দ্রে।

নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে নারী ৬২ জন। অন্যদিকে, ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থি ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছে দুটি প্যানেলে। এ ছাড়া স্বতন্ত্রদের পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল রয়েছে ১০টির মতো।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। আটটি কেন্দ্রের ৮১০টি বুথে প্রত্যেক ভোটারের ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ব্যালট যুদ্ধ বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা চলবে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে গণনা শুরুর পর ফল প্রকাশ করবে। একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনো রকম বিঘ্ন ছাড়াই সব কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট দিতে সক্ষম হবেন বলে আশা করছে নির্বাচন কমিশন।

ভোট গণনা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে। প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফল গণনা প্রদর্শন হবে। সবশেষে সিনেট ভবন মিলনায়তনে সব কেন্দ্রের মোট ফল ঘোষিত হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৮টি প্রবেশপথে বসানো হয়েছে নিরাপত্তাচৌকি। ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের পাশাপাশি থাকছে মোবাইল প্যাট্রল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি (সাদা পোশাকে), সিসি ক্যামেরা মনিটরিং সেল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিপি প্রার্থী উমামার রহস্যজনক পোস্ট

ছাত্র সংসদ গঠনসহ ১৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ

নির্জন বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে : ইসলামী আন্দোলন

নেপালে ফুটবলারদের সাথে অবরুদ্ধ বাংলাদেশি সাংবাদিকরাও

‘প্লিজ ছাত্রলীগ হইয়েন না’, ছাত্রদলকে ফরহাদ

জেন-জিদের ক্ষোভে পুড়ছে বিশ্ব, একের পর এক সরকার পতন

কাতারে ইসরায়েলি হামলা, বাংলাদেশিদের সতর্ক করল সরকার

১০

স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু

১১

শেষের ঝড় আর হংকংয়ের বাজে ফিল্ডিংয়ে আফগানিস্তানের বড় সংগ্রহ

১২

দেশের বাজারে স্বর্ণের দাম আরও উচ্চতায়

১৩

থমকে গেল গাজার পথে ছুটে চলা ত্রাণবাহী কাফেলা

১৪

বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ 

১৫

প্রতারক চক্রের ১১ ফেসবুক পেজ শনাক্ত করেছে বিএসইসি

১৬

ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকরা 

১৭

ছাত্রদল-শিবির নিয়ে আব্দুল কাদেরের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৮

কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিং নিয়ে যে বার্তা দিল পিডিবি

১৯

বলিভিয়ায় ৪১৫০ মি. উচ্চতায় যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

২০
X