

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব দেশের প্রত্যেক নাগরিক ও রাজনৈতিক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) খিলগাঁও-সবুজবাগ এলাকায় সম্মিলিত ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এক ওয়াজ মাহফিলে তিনি এ আহ্বান জানান।
হাবিবুর রশিদ হাবিব সম্প্রতি নিহত শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্টের গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণ করেন।
খিলগা থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই মাঠেই সন্ধ্যার সময় ১৬টি গুলি করে জনিকে হত্যা করা হয়েছিল। তার রক্তে এই মাঠ রঞ্জিত হয়েছিল।’
তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং শহীদ জনির আত্মার মাগফিরাত কামনা করেন।
হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন। তিনি ইমাম-ওলামাদের সম্মান দিতেন এবং তাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করতেন। বিএনপিও ইসলামি মূল্যবোধকে ধারণ করে দেশ পরিচালনায় বিশ্বাসী।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খিলগার কমিউনিটি সেন্টার ও মাঠ জননেতা মির্জা আব্বাসের উদ্যোগে নির্মিত হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের সময় এগুলো অবহেলিত ছিল। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এসব স্থাপনার পুনর্নির্মাণসহ সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই মাঠ কখনোই বাণিজ্যিক ব্যবহারের জন্য ছিল না। এটি এলাকাবাসীর জন্য উন্মুক্ত থাকবে। আগামী দিনে ইসলামি মাহফিল ও ওলামায়ে কেরামদের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই আমাদের বিশ্বাস প্রমাণ করব।’
তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন