

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। তার এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সরকার শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
রাষ্ট্রীয় শোকের কারণে এবং অনিবার্য পরিস্থিতিতে শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা বিবেচনা ও উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাসহ জাতীয় পর্যায়ের একাধিক নিয়োগ ও একাডেমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়াও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’-এর স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুষ্ঠিত হতে যাওয়া নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক, সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষাটি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।
ইউজিসি জানায়, ১৫ পদে ৭ হাজার ৩৫১ প্রার্থী ছিল। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) চারটি ক্যাটাগরিতে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি ও টেলিটকের এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নেকটার প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার, গবেষণা ও ইংরেজি) ও মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের অন্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি বিশেষ সিনেট অধিবেশন শনিবার। সেটি পরিবর্তন করে রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রীয় শোকের কারণে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন শনিবারের পরিবর্তে রোববার অনুষ্ঠিত হবে। এছাড়াও ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বেশ কিছু নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
বিভিন্ন নিয়োগ ও একাডেমিক পরীক্ষা ছাড়াও বিএনপি তাদের পূর্বনির্ধারিত দুটি কর্মসূচি স্থগিত করেছে। এছাড়াও সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক ও আনন্দ অনুষ্ঠান রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বাতিল বা স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন