কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাকসুর নবনির্বাচিত ভিপি জিতুর প্রতিক্রিয়া

জাকসুর ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। ছবি : সংগৃহীত 
জাকসুর ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। ছবি : সংগৃহীত 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) দশম ভিপি হিসেবে নির্বাচিত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের দলীয় লেজুড়বৃত্তি ভিত্তিক রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।

এ সময় আব্দুর রশিদ জিতু বলেন, আমরা দেখেছি যে দলীয় লেজুড়বৃত্তি কেন্দ্রিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের যেভাবে কাজ করা দরকার, আমরা সেভাবেই কাজ করে যাব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক অধিকার ছিল তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমাদের সে অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। এখন আমি মনে করি জাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, জাকসুর নেতা বা ভিপি হওয়ার ইচ্ছা আমাদের ছিল না। আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল সে অধিকারটা ফিরিয়ে দেওয়া। জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছিলাম। ২০১৩ সালে একবার জাকসু হওয়ার কথা ছিল। কিন্তু তাখনকার সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। ২০১৯ সালে যখন ডাকসু হয় তখনও জাকসু নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা হতে দেয়নি।

বিজয়ের পর তার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির থেকে ২৫টি পদের মধ্যে সর্বোচ্চ পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১ হাজার ২১১ ভোট। আর ছাত্রদলের মো. শেখ সাদি হাসান পেয়েছেন ৬৪৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মো. মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট। ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব দিল ইরান

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে অপপ্রচারের প্রতিবাদ সংখ্যালঘু ঐক্যমোর্চার 

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

পাকিস্তান-আফগানিস্তান  / সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় যাদের নাম

নাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার

১০

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি রিজওয়ানের

১১

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

১২

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

১৩

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

১৪

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

১৫

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

১৬

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

১৭

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

১৮

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

২০
X