

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন কৃষি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুল হাসান (হাসিব)।
শনিবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে ১ জন, সহসভাপতি পদে ২০ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ১ জনসহ মোট ১৫টি সম্পাদকীয় পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
কমিটিতে মোট ২০ জনকে সহসভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ১. মো. আমিনুল ইসলাম, ২. তারিক আহম্মেদ খান, ৩. মাসুন হাসান, ৪. মো. শফিউর ইসলাম, ৫. মো. আবদুর রহমান জীবন, ৬. সর্দার মাহমুদুল হাসান দুর্জয়, ৭. রিফাত জামিল রিয়াদ, ৮. সাখাওয়াত হোসেন সায়েম, ৯. মো. আল জাকি, ১০. শীতল সাহা, ১১. তাজুল ইসলাম রনি, ১২. মেহেদী হাসান রবি, ১৩. এহসান উল করিম ভুইয়া হাসিব, ১৪. আমির হামজা, ১৫. মো. মিজানুর রহমান, ১৬. মো. সুজন মিয়া, ১৭. মেহেদী হাসান রাজিব, ১৮. মো. শামিম হোসেন, ১৯. আহমাদ কারীম আহম্মদ, ২০. মো. রাকিবুল হাসান রাব্বি।
কমিটিতে মোট ১৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ১. মাকসুদুর রহমান মারুফ, ২. মো. সাখাওয়াত হোসেন, ৩. সাজ্জাদ হোসেন যুহিত, ৪. মো. ইফাদ ইকবাল দিহান, ৫. মো. ফেরদৌস রহমান, ৬. মো. মোয়াজ্জেম হোসেন, ৭. মো. শফিউল ইসলাম হিমেল, ৮. মো. নাঈমুল আলম, ৯. মো. গিয়াসউদ্দিন হোসেন, ১০. নাইম হাসান নবীন, ১১. আব্দুল্লাহ আল মুকিম, ১২. মো. জাকারিয়া, ১৩. কাইফ হাসান, ১৪. মো. মাহমুদুল হাসান অন্তর, ১৫. অন্তর কুমার রায়, ১৬. মো. ওয়ালী উল আলিফ, ১৭. মো. নাফিস ফুয়াদ তকী, ১৮. কামরুল ইসলাম রাজন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আলীকে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে নোবিপ্রবি শাখাকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন, নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একদিকে সম্মানের, অন্যদিকে পবিত্র দায়িত্ব। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি নিঃশর্ত আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করব। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি নোবিপ্রবিতে যারা ছাত্রদলের সঙ্গে নিরলসভাবে কাজ করছেন, তাদের প্রতিও ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চাই।
মন্তব্য করুন