

ঢাকা কলেজের ভূমিকম্প-ঝুঁকিপ্রবণ হল সংস্কারের দাবিতে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গিয়ে কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেন।
এ সময় কর্তৃপক্ষের অবহেলা, দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের স্লোগান দিতে শোনা যায়। দুপাশের সড়ক অবরোধে তৈরি হয় তীব্র যানজট।
অবরোধের বিষয়ে এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হল পরিত্যক্ত ঘোষণার পরেও চলতি বছর সেখানে শিক্ষার্থী তোলা হয়। আজকের ভূমিকম্পে হলটি ভেঙে পড়ার উপক্রম হয়। ঝুঁকিপূর্ণ হলটি নতুন করে নির্মাণে আমাদের দাবি আগে থেকেই ছিল। তা মানা না হওয়ায় সরকারের দৃষ্টি আকর্ষণে এ কর্মসূচি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রতিটি হলের সংস্কার দরকার। মাঝেমধ্যে পলেস্তারা খুলে পড়ে শিক্ষার্থীরা আহত হয়। প্রশাসনের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। আর ইলিয়াস হল নতুন করে নির্মাণ করতে হবে।
মন্তব্য করুন