বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবিতে আড়াই মাসেও হয়নি ‘কম্বাইন্ড ডিগ্রি’র কোর্স কারিকুলাম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ‘কম্বাইন্ড ডিগ্রি’ (বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ) চালুর কোর্স কারিকুলার প্রণয়নে অগ্রগতি না থাকায় অসন্তোষ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদের কয়েকশ শিক্ষার্থী। সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীলরা বলছেন, তাদের কাজ চলমান রয়েছে। দ্রুত একটি রূপরেখা তৈরি করে মেকআপ কোর্স চালু করা হবে।

জানা যায়, গত আগস্ট মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ১৩ সদস্যের কোর্স কারিকুলার ও মেকআপ কোর্সের রূপরেখা প্রণয়নের কমিটি গঠন করে। গত ১১ সেপ্টেম্বর গঠিত হওয়া কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন/সুপারিশের জন্য বলা হলেও দীর্ঘ আড়াই মাস পরও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

১৩ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সদস্য সচিব করা হয় কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে। এ ছাড়া ভেটেরিনারি অনুষদের ৫ জন ও পশুপালন অনুষদের ৫ জন অধ্যাপক এবং শিক্ষা বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সদস্য হিসেবে আছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা সূত্রে জানা যায়, ডিগ্রিটির পক্ষে-বিপক্ষে শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতানৈক্য রয়েছে। কমিটির সদস্যদের মধ্যেও ঐকমত্য না থাকায় কারিকুলাম প্রণয়নের কাজটি ধীরগতিতে চলছে। আন্দোলন থামাতে প্রশাসন দ্রুত কমিটি গঠন করলেও, কার্যত সদিচ্ছার অভাব থাকায় এই ধীর অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উদ্বেগ প্রকাশ করে পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদী বলেন, প্রায় দীর্ঘ দুই মাসেরও বেশি সময় হতে চলছে, এখনো কম্বাইন্ড ডিগ্রির কোর্স কারিকুলাম প্রণয়ন সম্পন্ন হয়নি। অথচ এক মাসের মধ্যে কারিকুলাম প্রণয়ন করার কথা ছিল। কমিটির স্যারদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো কিছুই জানা যায়নি। তিনি আরও বলেন, পাশাপাশি আমাদের চলমান ব্যাচের শিক্ষার্থীদের অন্যতম দাবি, যাতে সেমিস্টার ভিত্তিক কারিকুলাম প্রণয়ন করা হয়। আশা করি, স্যাররা দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করবেন।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সিফাত সালেহীন বলেন, কম্বাইন্ড ডিগ্রির কারিকুলাম প্রণয়ন নিয়ে কালক্ষেপণ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন তারা। আমাদের অনুষদের কয়েকশ শিক্ষার্থী গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ পাঁচ বছর পড়াশোনার পর আমাদের কম্বাইন্ড ডিগ্রি নিতে আবারও কী ধরনের মেকআপ কোর্স করতে হবে, তা আমরা নিশ্চিত নই, যা হতাশা বাড়াচ্ছে।

এ বিষয়ে কমিটির অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বলেন, আমাদের কাজ চলমান রয়েছে। আমরা কমিটির সদস্যদের নিয়ে কয়েকটা মিটিং করেছি। আমরা আমাদের কাজ করছি। আমরা দুই ফ্যাকাল্টির ডিনদের সিলেবাসগুলো দেওয়ার জন্য বলেছি ও কোর্স কারিকুলাম দেওয়ার জন্য বলেছি। আমরা দ্রুত মিটিং দিয়ে একটা রূপরেখা দাঁড় করিয়ে মেকআপ কোর্সের দিকে এগুবো, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেবিলের উপর দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

২০২৬ বিশ্বকাপে ভিএআর নিয়ে বড় পরিবর্তনের পথে ফিফা

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : উপাচার্য

সীমান্তে ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএসএফের অস্বীকার

দেশে স্বর্ণের দাম কমলো

শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

তালাকের পর ফের বিয়ে, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার

লড়াই করেও আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশের হার

‘বেচো’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু

১০

এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী

১১

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

১২

তারেক রহমান দেশে ফিরলে কি এসএসএফ সুবিধা পাবেন?

১৩

ইউরোপীয় ক্রিকেটে বড় লাফ: ২০২৬ সালে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

১৪

মিনিস্ট্রি অডিটে ঘুষকাণ্ড / সরিয়ে দেওয়া হলো সেই দুই অডিট অফিসারকে 

১৫

হাসপাতালের বাথরুমে নবজাতক, মা-বাবাকে খুঁজছে পুলিশ

১৬

অবশেষে অনশন ভাঙলেন সেই এনসিপি নেতা

১৭

পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন বার্সা তারকা

১৮

সৌদি যুবরাজের মাধ্যমে ৩ শর্ত পাঠিয়েছেন ট্রাম্প, ইরানি এমপির দাবি

১৯

বাজারে আসছে আরেক নতুন নোট

২০
X