সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এমসি কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, ছাত্রাবাস ভাঙচুর

সিলেট এমসি কলেজে ছাত্রাবাস ভাঙচুর। ছবি : কালবেলা
সিলেট এমসি কলেজে ছাত্রাবাস ভাঙচুর। ছবি : কালবেলা

সিলেট এমসি কলেজে সিনিয়র-জুনিয়র বাগবিতণ্ডার জেরে ছাত্রাবাস ভাঙচুর হয়েছে। বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের শ্রীকান্ত ব্লক ৭ ও ৮ নম্বর রুমের দরজা-জানালা ভাঙচুর করা হয়।

জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে স্নাতক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রলীগ কর্মী শেখ রাসেলের সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। স্নাতক দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী কলেজ ছাত্রাবাসের শ্রীকান্ত ব্লকের আবাসিক ছাত্র। অপরদিকে স্নাতক চতুর্থ বর্ষের শেখ রাসেলকে বহিরাগত দাবি করছেন ওই ব্লকের আবাসিক শিক্ষার্থীরা।

গতকালের বিরোধের জেরে আজ বিকেলে শেখ রাসেলসহ প্রায় ৩০-৩৫ জনের একটি দল ছাত্রাবাসে গিয়ে ওই শিক্ষার্থীকে ডাকাডাকি করে। এ সময় ওই শিক্ষার্থীকে মারধরের চেষ্টা করলে ব্লকের অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রীকান্ত ব্লক ছাত্রাবাসের দরজা-জানালা ভাঙচুর করা হয়।

হোস্টেল সুপার জীবন কৃষ্ণ আচার্য বলেন, ‘কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় হোস্টেল সুপারদের নিয়ে আজ রাতে বৈঠক হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আবাসিক শিক্ষার্থী টেলেন্ট কান্তি দাস বলেন, ‘আমাদের জুনিয়র এক শিক্ষার্থীকে হল থেকে নিয়ে গিয়ে মারধরের চেষ্টা করা হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমরা ব্লকের শিক্ষার্থী হিসেবে তাকে ‘সেভ’ করার চেষ্টা করেছি। এ সময় হলের দরজা-জানালা ধারালো অস্ত্র এবং ইট দিয়ে ভাঙচুর করা হয়েছে।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘জুনিয়র-সিনিয়র নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে শুনেছি ছাত্রাবাসের একটি ব্লকে দরজা-জানালা ভাঙচুর হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর প্রাথমিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে। পরবর্তীতে এ নিয়ে নতুন করে কোনো ঝামেলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের ২০০ গজের মধ্যে বিএসএফের দুই বাঙ্কার নির্মাণ

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, কড়া বার্তা ভারতের

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বহিষ্কার 

সব ধর্মের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার প্রয়াস তারেক রহমানের

মা দিবসে সব মায়েদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কুচক্রী মহল: আবু নাসের

সাবেক রাষ্ট্রপতি পালিয়েছেন, ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের : আমিনুল হক 

সরকারের পদক্ষেপ ইতিবাচক, সবাইকে ঘরে ফেরার আহ্বান হাসনাতের 

চট্টগ্রামের ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

বৃষ্টির সুখবর, হতে পারে কালবৈশাখীও

১০

জামায়াতে আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

১১

বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না

১২

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ইআবির ভিসি 

১৩

গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে : আসিফ মাহমুদ

১৪

উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে হাসনাতরা

১৫

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন : জামায়াতে আমির

১৬

জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন: নয়ন

১৭

রাজপথেই রয়েছেন আন্দোলনকারীরা

১৮

জুলাই ঘোষণাপত্র ছাড়া ঘরে না ফেরার সিদ্ধান্ত আন্দোলনকারীদের 

১৯

তিন দফার একটি বাকি থাকতেও রাস্তা ছাড়বো না : হাসনাত

২০
X