সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এমসি কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, ছাত্রাবাস ভাঙচুর

সিলেট এমসি কলেজে ছাত্রাবাস ভাঙচুর। ছবি : কালবেলা
সিলেট এমসি কলেজে ছাত্রাবাস ভাঙচুর। ছবি : কালবেলা

সিলেট এমসি কলেজে সিনিয়র-জুনিয়র বাগবিতণ্ডার জেরে ছাত্রাবাস ভাঙচুর হয়েছে। বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের শ্রীকান্ত ব্লক ৭ ও ৮ নম্বর রুমের দরজা-জানালা ভাঙচুর করা হয়।

জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে স্নাতক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রলীগ কর্মী শেখ রাসেলের সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। স্নাতক দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী কলেজ ছাত্রাবাসের শ্রীকান্ত ব্লকের আবাসিক ছাত্র। অপরদিকে স্নাতক চতুর্থ বর্ষের শেখ রাসেলকে বহিরাগত দাবি করছেন ওই ব্লকের আবাসিক শিক্ষার্থীরা।

গতকালের বিরোধের জেরে আজ বিকেলে শেখ রাসেলসহ প্রায় ৩০-৩৫ জনের একটি দল ছাত্রাবাসে গিয়ে ওই শিক্ষার্থীকে ডাকাডাকি করে। এ সময় ওই শিক্ষার্থীকে মারধরের চেষ্টা করলে ব্লকের অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রীকান্ত ব্লক ছাত্রাবাসের দরজা-জানালা ভাঙচুর করা হয়।

হোস্টেল সুপার জীবন কৃষ্ণ আচার্য বলেন, ‘কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় হোস্টেল সুপারদের নিয়ে আজ রাতে বৈঠক হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আবাসিক শিক্ষার্থী টেলেন্ট কান্তি দাস বলেন, ‘আমাদের জুনিয়র এক শিক্ষার্থীকে হল থেকে নিয়ে গিয়ে মারধরের চেষ্টা করা হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমরা ব্লকের শিক্ষার্থী হিসেবে তাকে ‘সেভ’ করার চেষ্টা করেছি। এ সময় হলের দরজা-জানালা ধারালো অস্ত্র এবং ইট দিয়ে ভাঙচুর করা হয়েছে।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘জুনিয়র-সিনিয়র নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে শুনেছি ছাত্রাবাসের একটি ব্লকে দরজা-জানালা ভাঙচুর হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর প্রাথমিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে। পরবর্তীতে এ নিয়ে নতুন করে কোনো ঝামেলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১১

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১২

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৩

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১৪

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৫

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৭

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৮

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৯

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

২০
X