সম্প্রতি ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওবায়দুর সাঈদ, ডেইলি বাংলাদেশ ও প্রতিদিনের ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি ফয়সালকে আহমেদকে বেধড়ক মারধরের ঘটনাকে বর্বর আচরণ, মানবাধিকার লঙ্ঘন ও বাক স্বাধীনতার হরণের বহিঃপ্রকাশ উল্লেখ করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
রোববার (১ অক্টোবর) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় অতি দ্রুত জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ দ্বারা দেশের শিক্ষাঙ্গন, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ জিম্মি। দেশের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও আজ তাদের হাতে বন্দি। আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ প্রতিটি শিক্ষাঙ্গনকে নিজেদের দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার আস্তানা বানিয়েছে। এই শিক্ষাঙ্গনে এখন আর নিরাপদে শিক্ষা কার্যক্রম করা যায় না এবং মুক্তভাবে মতপ্রকাশ করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর গেস্ট রুমে যেতে দেরি করায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ডেইলি বাংলাদেশ ও প্রতিদিনের ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদকে বেধড়ক পেটায় ছাত্রলীগের বহিষ্কৃতকর্মীরা। এর পর দিন ২৯ সেপ্টেম্বর ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওবায়দুর সাঈদকেও রাতভর আটকে রেখে দফায় দফায় নির্যাতন চালায় তারা। এ ঘটনায় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের ছয়কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন