রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বেরোবিসাসের যুগ্ম সম্পাদক কে এম হিমেল আহমেদ সভার সঞ্চালনা করেন। এতে বেরোবিসাসের সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ শিপন বলেন, ‘সাংবাদিকরা হলো বিশ্ববিদ্যালয়ের সম্পদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুফল ভোগে সাংবাদিকদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। সাংবাদিকরা প্রশাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তাদের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে লেখনির মাধ্যমে রুখে দাঁড়ানোর কারণে তা অনেকটা দমন হয়েছে।’
মন্তব্য করুন