রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী ছাত্র পরিষদের ৫ম কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ সম্মেলন হয়। এতে অনিল গাজারকে সভাপতি ও শিতকুমার ওরাওকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুকুল চন্দ্র পাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরুণ মুন্ডার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএসের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া।
এ ছাড়া আদিবাসী ছাত্র পরিষদের দেশের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, উচ্চশিক্ষা ও সব সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বহালসহ ১২ দফা দাবি জানান তারা।
মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, আমাদের রক্ষা কবজ সংবিধানে বলা আছে সব মানুষ সমান অধিকার ভোগ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশের আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আদিবাসীরা জাতিসত্তার অস্তিত্ব সংকটে রয়েছে। তারা যে আমাদের অংশ সেখানে তারা পরিচয় সংকটে ভুগছে। আদিবাসীদের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি রক্ষার জন্য তাদের আগে স্বীকৃতি দিতে হবে।
বগুড়া জেলা শাখার সভাপতি সুজন রাজওয়ার বলেন, চাকরির ক্ষেত্রেও আমাদের ৫ শতাংশ কোটা ছিল সেটা নিয়ে টালবাহানা চলছে। গাইবান্ধায় দিন-দুপুরে তিনজন সাঁওতালকে হত্যা করা হলেও সঠিক বিচার হয়নি। এ ছাড়া আদিবাসীদের বাপ-দাদার জমির ওপর ইপিজেড করার পাঁয়তারা চলছে। আমি সরকারের কাছে আমাদের ১২ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান করছি।
আলোচনা পর্ব শেষ করে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন আদিবাসী ছাত্র পরিষদের সদ্য বিদায়ী সভাপতি নুকুল চন্দ্র পাহান।
মন্তব্য করুন