কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মের অপব্যবহার করে নির্বাচনে প্রভাবচেষ্টা আইনত অপরাধ : মাহদী আমিন

বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় অনুভূতির অপব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন এসব অভিযোগ করেন।

তিনি জানান, এবার সাবেক ৮৫ এমপিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সাবেক মন্ত্রী আছেন ১৯ জন। গুম হওয়া তিন জন এবং গুম পরিবারের ২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২৯২ আসনে ধানের শীষের প্রার্থী দিয়েছে বিএনপি। এসব প্রার্থীর মধ্যে ২৩৭ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন।

তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে ধর্মীয় আবেগকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ভিডিওতে ভোটারদের উদ্দেশে বলা হচ্ছে, নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া ঈমানি দায়িত্ব, ওই প্রতীককে জয়ী করা মানেই ঈমানকে জয়ী করা এবং এমনকি কবরে গিয়ে এ বিষয়ে জবাব দেওয়ার কথাও বলা হচ্ছে।

মাহ্দী আমিন বলেন, ধর্মের এমন অপব্যাখ্যা ও ভয় দেখিয়ে ভোট চাওয়ার অপচেষ্টা শুধু অনৈতিক নয়, এটি সরাসরি আইনবিরোধী।

তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও আবেগকে পুঁজি করে ভোটারদের প্রভাবিত করার এই প্রবণতা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(১)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী ধর্মের অপব্যবহার করে ভোট চাওয়া ‘অসৎ প্রভাব বিস্তার’-এর শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে নির্বাচন কমিশনের নীরবতা বা বিলম্ব দেশবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা আরও বলেন, নির্দিষ্ট দলের কর্মী-সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে নারী ভোটারদের জাতীয় পরিচয়পত্রের কপি, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে,এমন তথ্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

নির্বাচন কমিশন বিষয়টি আমলে নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন, ইতোমধ্যে সংগৃহীত এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ও জাল ভোট প্রদান, মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া কিংবা আর্থিক প্রলোভনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে।

মাহ্দী আমিন বলেন, এ ধরনের কর্মকাণ্ড ভোটার তালিকা আইন, ২০০৯, দণ্ডবিধি ১৮৬০ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই দ্রুত এসব বেআইনি তৎপরতা বন্ধে এবং এনআইডি তথ্যের অপব্যবহার রোধে নির্বাচন কমিশনকে কঠোর ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৫ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এসব সদস্যের বড় একটি অংশ স্থানীয় বাসিন্দা হওয়ায় তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্ন উঠছে। স্থানীয়ভাবে বসবাসকারী ও রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তিদের ভোটকেন্দ্রে দায়িত্ব দেওয়া হলে নিরপেক্ষতা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ থানার বাইরে দায়িত্ব দেওয়ার দাবি জানায় বিএনপি।

সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। ধর্মের অপব্যবহার, ব্যক্তিগত তথ্যের অপচালন এবং প্রশাসনিক পক্ষপাত রোধে এখনই দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের ভোটাধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে এবং দেশবাসী একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

কিপারের হেডে রিয়ালের পতন

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

১০

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

১১

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১২

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

১৪

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১৫

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১৬

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১৮

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৯

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

২০
X