ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ বুধবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অবস্থিত প্রেস কর্নারে ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন। এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ইবিসাসের সাবেক সভাপতি সুজা উদ্দিন।
নির্বাচন ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি শাহেদুল ইসলাম।
কালবেলাকে তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
মন্তব্য করুন