ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০১:৫০ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির দেয়াল ভাঙার অভিযোগ এফ রহমান হলের শিক্ষার্থীদের বিরুদ্ধে

ভাঙা দেয়াল মেরামতের পর তোলা। ছবি সংগৃহীত
ভাঙা দেয়াল মেরামতের পর তোলা। ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয়ের একটি দেয়ালের একাংশ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মুহসীন হল মাঠ ও স্যার এ এফ রহমান হলকে বিভক্তকারী এই দেয়ালটির উত্তর পার্শ্বের একাংশ ভেঙে ফেলা হয় এবং পরে তা মেরামত করেও দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন বিকেলে মুহসীন হলের মাঠে এ এফ রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্রিকেট খেলার সময় নিজেদের টুর্নামেন্ট শুরু করতে ওভার কমাতে বলে মুহসীন হলের শিক্ষার্থীরা। এ বিষয়টিকে কেন্দ্র করে দুই হলের এই শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি ও উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এরপর ঘটনাস্থল ত্যাগ করে দেয়ালের একাংশ ভেঙে ফেলেন এফ রহমান হলের শিক্ষার্থীরা। পরে দুই হলের প্রাধ্যক্ষ আলোচনায় বসেন এবং এফ রহমান হলের পক্ষ থেকে ভাঙা দেয়াল রাতেই মেরামত করে দেওয়া হয়।

জানতে চাইলে হাজী মুহম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, গতকাল আমাদের হলের মাঠে এ এফ রহমান হলের প্রথম বর্ষের কিছু শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। আমাদের হলের প্রথম বর্ষের বিভিন্ন গ্রুপের শিক্ষার্থীদেরও আনুষ্ঠানিক একটা টুর্নামেন্ট ছিল। ওরা গিয়ে তাদের ভালোভাবে বুঝিয়ে বলেছিল যে, আমাদের আনুষ্ঠানিক একটা টুর্নামেন্ট আছে, তোমরা তোমাদের ওভার একটু কমিয়ে খেলাটা সংক্ষেপ করলে ভালো হতো। এককথায় তারাও ওভার কমিতে খেলতে রাজি হয়। কিন্তু, পরে তা ভঙ্গ করে এবং নিজেদের মতো করে ওভার বাড়িয়েই খেলতে থাকে। তখন মুহসীন হলে শিক্ষার্থীরা এটার প্রতিবাদ করলে তারা উগ্র আচরণ করতে থাকে। এরপর উভয়পক্ষের মাঝে একটু কথাকাটাকাটি হয়। পরে উভয় হল থেকেই সিনিয়র শিক্ষার্থীরা গেলে বিষয়টি মীমাংসা হয়ে যায়। পরে শুনি যে, তারা আমাদের হল মাঠের দেয়াল ভেঙে ফেলেছে।

ঘটনার বিষয় বক্তব্য জানতে স্যার এ এফ রহমান হলের কয়েকজন শিক্ষার্থীকে কল দিয়ে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান কালবেলাকে বলেন, খেলার মাঠে আমাদের হলের শিক্ষার্থীদের সাথে স্যার এ এফ রহমান হলের কিছু শিক্ষার্থীর কথাবার্তা হয়েছে। এই ঘটনা আমি শোনার পর আমাদের ছাত্ররা যেন হলের ভেতরেই থাকে এবং আর কোনো ঝামেলা যেন না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে সন্ধ্যায় শুনতে পাই যে, হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ এবং এ এফ রহমান হলের মধ্যকার দেয়ালের ওপরের কিছু অংশ ওই হলের শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই আমি উক্ত হলের প্রাধ্যক্ষ মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রক্টর মহোয়ের সঙ্গে কথা বলেছি।

স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের হলের কিছু শিক্ষার্থী মাঠে খেলতে গিয়েছিল। ছয় ওভার বাকি থাকতেই মুহসীন হলের শিক্ষার্থীরা নাকি তাদের স্ট্যাম্প তুলে দেয় এবং খেলতে দেয়নি। এরপর দুই হল থেকে সিনিয়র ছাত্ররা যায় এবং আলাপ আলোচনা হয়। খেলা শেষ করতে না দেওয়ায় অপমানিত বোধ করায় শিক্ষার্থীরা দাবি করেছে যে, আমাদের খেলার মাঠ তাহলে কোথায়? আমরা কোথায় খেলব? এখানে আমরা খেলতে পারব না কেন? এটা ভেবে একটু রাগান্বিত হয়ে শিক্ষার্থীদের একটা অংশ খেলার মাঠ এবং আমাদের হলের মধ্যবর্তী স্থানের দেয়ালটির একটা অংশ ভেঙেছিল। পরে এটা আমরা জানার পর দুই হল প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। আপাতত ভেঙে ফেলা অংশটুকু মেরামত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১০

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১১

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১২

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৩

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

১৪

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

১৫

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

১৬

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন 

১৭

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

১৮

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

১৯

বাংলাদেশ-পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়

২০
X