বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
কুবি প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কুবিতে ‘পদত্যাগপত্র প্রদর্শনী’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পদত্যাগপত্র প্রদর্শন করা হচ্ছে। ছবি : কালবেলা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পদত্যাগপত্র প্রদর্শন করা হচ্ছে। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষকদের পদত্যাগপত্রগুলো একসঙ্গে করে ব্যানার টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এছাড়াও বিভিন্ন অনুষদের দেয়ালে দেয়ালে শিক্ষকদের ওপর বহিরাগত ও অছাত্র নিয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর হামলার ছবি ঝুলতে দেখা গেছে। শিক্ষকরা এটাকে ‘পদত্যাগপত্র প্রদর্শনী’ হিসেবে আখ্যায়িত করছেন।

শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে, আর্টস ফ্যাকাল্টিসহ বিভিন্ন ভবনের দেয়ালে এ চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ এপ্রিল বহিরাগত ও অছাত্রদের নিয়ে উপাচার্য আব্দুল মঈন শিক্ষকদের ওপর হামলা করেন। এই হামলার প্রতিবাদে শিক্ষকরা উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। টানা চতুর্থদিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, এসব ছবি টানিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আজকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এসব দেখছে। যার কারণে খারাপ একটা মেসেজ যাচ্ছে। সেখানে শিক্ষকরা উপাচার্যের ওপর হামলা করেছে। কিন্তু এতে বহিরাগত ও সাবেক, বর্তমান শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হাত তুলতে পারে না। এটা কোনোভাবেই কাম্য নয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, উপাচার্য বিভিন্ন মানুষের কাছে মিথ্যা তথ্য দিচ্ছেন। বলা হচ্ছে সব শিক্ষক তার সঙ্গে আছেন। এরই পরিপ্রেক্ষিতে উপাচার্যের অপকর্মের প্রমাণসহ ছবি তুলে ধরা হয়েছে। ওনার প্রতি অনাস্থা জ্ঞাপন করে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষকরা পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্রের ছবি প্রদর্শন করা হয়েছে।

দেয়ালে দেয়ালে ব্যানার টানানো নিয়ে প্রশ্ন করা হলে উপাচার্য ড. আব্দুল মঈন বলেন, যারা এগুলো (ব্যানার) লাগিয়েছে তারা বলতে পারবেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচিত সদস্যরা উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাইরে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন ও কর্মকর্তা দেলোয়ার হোসেনের নেতৃত্বে বহিরাগত ও সাবেক শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা করে। পরে ৭ দফা দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষক সমিতি। একপর্যায়ে গত ২৮ এপ্রিলের পর থেকে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করে আসছেন নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X