পড়ালেখার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এস্থেটিক’। মূলত পুরো ক্যাম্পাসে টি-শার্ট, হুডি ও সিজনার অর্গানিক ফুড সরবরাহ করে থাকেন তারা। এরইমধ্যে পুরো ক্যাম্পাসে তারা আস্থার একটি ‘ব্রান্ড’ হিসেবে পরিচিত লাভ করেছে। এবার ক্যাম্পাসে অসহায় ও পথশিশুদের পাশে দাঁড়ালেন তারা।
নিছক শখের বসে নয় বরং জীবিকার তাগিদেই ব্যবসায় নেমেছেন তারা। উপার্জিত অর্থ দিয়ে চালান পড়ালেখার খরচ। অন্যদিকে পরিবারের সদস্যদের ভরণপোষণের দায়িত্বও নিয়েছেন নিজেদের কাঁধে। তরুণ দুই উদ্যোক্তা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ মুনতাজ আলী এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একই বর্ষের শিক্ষার্থী আহমাদ আব্দুল্লাহ নাফিজ।
বুধবার (১৫ মে) প্রতিষ্ঠানটির এক বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে নিজের হাতে বিরিয়ানি রান্না করে ২০ জন অসহায় ও পথশিশুদের মাঝে বিতরণ করা হয়।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিষ্ঠানটির ফাউন্ডার মুহাম্মাদ মুনতাজ আলী বলেন, আমরা দেখতে দেখতে একটি বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছি। বর্তমানে আমরা ফুড এবং ফ্যাশন দুইটি সেক্টরেই কাজ করছি।
তিনি বলেন, আজকে আমরা গত এক বছরের লাভের একটি অংশ দিয়ে কিছু অসহায় ও পথশিশুদের এক বেলার খাবারের ব্যবস্থা করেছি। সামনে বৃহৎ পরিসরে আরও বড় কিছু করব ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠানের সিইও আহমাদ আব্দুল্লাহ বলেন, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর নিজ উদ্যোগে কিছু করার ইচ্ছা ছিল, সেই জায়গা থেকে আমাদের ‘এস্থেটিক’র পথচলা। আমাদের শক্তি ক্রেতাদের আস্থা ও ভালোবাসা। সেই আস্থাকে পুঁজি করে ভালো গুণগত মান বজায়ে রেখে ক্রেতাদের চাহিদা পূরণেই নজর থাকে আমাদের।
মন্তব্য করুন