কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার শুরু এইচএসসি, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

পরীক্ষারত শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
পরীক্ষারত শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবার অংশগ্রহণ করছে ১২ লাখের বেশি পরীক্ষার্থী। তবে এরই মধ্যে আবারও দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় পরীক্ষাকেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার।

স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি প্রশ্নফাঁস রোধে এক ডজনের বেশি নতুন পদক্ষেপ, কেন্দ্রে নকল ঠেকাতে ব্যাপক রদবদল এবং ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে পারবেন—এমনটা আশা করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত। এই পরীক্ষা ঘিরে নানা ধরনের সংকট ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হলেও বিভিন্ন উদ্যোগের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির কালবেলাকে বলেন, এবারের পরীক্ষাটি অন্যান্য বছরের চেয়ে বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে করোনা-ডেঙ্গুর প্রকোপের মধ্যে পরীক্ষাটি নিতে হচ্ছে। এজন্য করোনাকেন্দ্রিক কিছু নির্দেশনা রয়েছে, যেগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকি করার জন্য বোর্ডের একাধিক টিম কাজ করবে।

বোর্ড কর্মকর্তারা জানান, পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্নপত্র সঠিক সেট ও সংখ্যায় যাচাই করতে বলা হয়েছে। অব্যবহৃত প্রশ্নপত্রের সেট কোনো অবস্থাতেই খোলা যাবে না এবং অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে। পরীক্ষা শেষে উত্তরপত্র অবশ্যই সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পুলিশি পাহারায় জমা দিতে হবে।

কেন্দ্রের ব্যাপক রদবদল ও ভেন্যু বাতিল: শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছেন, শিক্ষা বোর্ড, স্থানীয় প্রশাসন ও শিক্ষকদের যোগসাজশে দেশব্যাপী শক্তিশালী চক্রকে ভাঙতে কাজ শুরু করেছে শিক্ষা বোর্ড। অনৈতিক সুবিধা বন্ধ করতে সব বোর্ড পরীক্ষার কেন্দ্রে ব্যাপক রদবদলের পাশাপাশি চলতি বছরে ৯টি শিক্ষা বোর্ডের ২৯৫টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি ১৫০টি ভেন্যু কেন্দ্র বাতিল করেছে কুমিল্লা বোর্ড। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ড বাতিল করেছে ৭০টি।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার কালবেলাকে বলেন, প্রথম ধাপে সারা দেশে অনৈতিক সুবিধার ‘বাতিঘর’ হিসেবে ভেন্যু কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত হয়। পরীক্ষাকেন্দ্রের ব্যাপক রদবদল করেছি। আশা করছি, ভালো একটি পরীক্ষা হবে।

করোনা-ডেঙ্গু নিয়ে একগুচ্ছ নির্দেশনা : পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা, প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও কেন্দ্রের সামনে যেন জটলা না থাকে, তা নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের অভ্যন্তর এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরীক্ষা শুরুর আগে মশক নিধন ওষুধ স্প্রে করা বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষা বোর্ডের ৩৩ নির্দেশনা : পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি ৩৩ ধরনের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে ট্রেজারিতে ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট সঠিকভাবে সংরক্ষণ, ট্রেজারি অফিসার, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। কোনো অবস্থাতেই উপজেলা সদরের বাইরে প্রশ্নপত্রের ট্রাঙ্ক না রাখাসহ আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার : চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। গত বছরের তুলনায় এবার ৮১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কমেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

রক্ত পরীক্ষা ছাড়াই যেভাবে বুঝবেন লিভার ঠিক আছে কি না

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

শেষ হলো জলবায়ু সম্মেলন, ফলাফল কী

শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ 

সাত পদের ৫টিতে বিএনপির জয়

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

১০

বাংলাভিশনকে হারিয়ে সেমিফাইনালে কালবেলা

১১

রূপলাল হত্যার আসামি গ্রেপ্তার

১২

আজ থেকে বন্ধ বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা 

১৩

বিপিএলে বাড়তে পারে আরও এক দল, আলোচনায় নতুন নাম

১৪

‘১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে’

১৫

নিজের চেহারা নিয়ে যা বললেন ধানুশ

১৬

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুকে গাভি উপহার

১৭

এক পদের বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ

১৮

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

১৯

দেবের সঙ্গে রোম্যান্সে নজর কেড়েছেন জ্যোতির্ময়ী

২০
X