পেনশন স্কিম ও আন্দোলনের পরবর্তী কর্মপন্থা নিয়ে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এই সভা শুরু হওয়ার কথা ছিল। তবে অনেকদিন পর সভা হওয়ায় ঢাবির প্রায় পাঁচশ শিক্ষক এতে অংশ নেন। ফলে টিএসসি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রোববার সভা করার কথা জানায় ঢাবি শিক্ষক সমিতি।
৬ ঘণ্টার বেশি সময়ব্যাপী এই সভায় পেনশন স্কিম বাতিলের আন্দোলনসহ শিক্ষার্থীদের পরীক্ষা আয়োজনের বিষয়টিও উঠে।
সভায় কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে সেখানে উপস্থিত ঢাবির একজন শিক্ষক কালবেলাকে জানান, লাগাতার আন্দোলন যেহেতু চলছে, তাই ক্লাস বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আয়োজন করা যায় কি না সেই বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
আরেক শিক্ষক বলেন, সভা চলাকালীন রাত ৯টার দিকে সরকারের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ আসে। সেখানে জানানো হয়, ১ জুলাই, ২০২৪ থেকে নয়, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জুলাই থেকে শিক্ষকেরা প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হবে। এর মানে হলো, শিক্ষকরা প্রত্যয় স্কিমেই থাকছে। শুধু সময়টা বদলে গেছে। সে কারণে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। সেদিন (বৃহস্পতিবার) শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে ঢাবি শিক্ষক সমিতির যৌথ সভায় পরবর্তী কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত হবে।
জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়া কালবেলাকে বলেন, আগামী চারদিনও আমাদের কর্মসূচি চলবে। এরপর ফেডারেশনের সভা শেষে নতুন কর্মসূচি আসতে পারে।
মন্তব্য করুন