গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় ২৪ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।
বুধবার (১৪ আগস্ট) মানববন্ধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতার জন্য দোয়া করা হয়।
এসময় মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানসহ আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. গোলাম রসূল, ড. মো. আবু আশরাফ খান, ড. নাসরিন আক্তার আইভি, ড. মো. আশরাফুল হক, ড. মো. মসিউল ইসলাম, শফিকুল ইসলাম খান, মো. আব্দুল্লাহ মৃধা, মো. শফি উদ্দিন ও মো. রেজাউল কবির প্রমুখ।।
মানববন্ধন সঞ্চালনা করেন ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস থেকে পলায়নরত ভিসি ও ট্রেজারারকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।