কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
ঢাবিতে ভর্তি পরীক্ষা

দুই জিপিএ-৫ পেয়েও এক লাখের বেশি শিক্ষার্থী ফেল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯৪ শতাংশই অকৃতকার্য হয়েছেন। এই বিপুল সংখ্যক ফেল করা পরীক্ষার্থীদের অধিকাংশই এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত।

বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটেও চিত্র প্রায় একই। এসব ইউনিটে ৯০ শতাংশের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করতে ব্যর্থ হয়েছেন।

শিক্ষাবিদরা বলছেন, এসএসসি ও এইচএসসি পারীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনের পরও ভর্তি পরীক্ষায় এত সংখ্যক শিক্ষার্থীর অনুত্তীর্ণ হওয়া শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় সোয়া লাখ শিক্ষার্থীর এমন ব্যর্থতা অভিভাবকসহ সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ব্যর্থ হয়েছেন। তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন মোট তিন লাখ দুই হাজার ৬০৬ শিক্ষার্থী। এর মধ্যে ডবল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪১ হাজার ৯৪ জন। দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে এক লাখ ১৩ হাজার ৭২২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগে এ সংখ্যা ১৯ হাজার ৮৩৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আট হাজার ৫৩৩ জন।

জানা গেছে, ঢাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ডবল জিপিএ-৫ পাওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ভর্তির জন্য আবেদনকারী তিন লাখ দুই হাজার ৬০৬ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৪১ হাজার ৯৪ জনের ছিল এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫।

এখন পর্যন্ত ঢাবির প্রকাশিত দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিজ্ঞান এবং কলা ইউনিটে ডবল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন এক লাখ ৩৩ হাজার ৫৬১ জন। তবে এই দুই ইউনিটে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৮ হাজার ৭৪৭ শিক্ষার্থী। এদের সবাই ডবল জিপিএ-৫ প্রাপ্ত না হলেও, পরিসংখ্যান বলছে- প্রায় এক লাখ ২১ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ বলেন, পাবলিক পরীক্ষায় এত ভালো ফল করেও কেন বেশির ভাগ শিক্ষার্থী ফেল করছে? এ ব্যাপারে গবেষণা হওয়া দরকার। তবে আমার যা মনে হয়, আমাদের শিক্ষার্থীরা যা পাওয়ার কথা নয়, তা তাদের দিয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে।

তিনি বলেন, সরকার মনে করে, যত বেশি এ প্লাস দেখাবে, সেটা তাদের অর্জন। এজন্য যারা খাতা দেখতেন, তাদেরও বেশি নম্বর দিতে বলা হতো। ফলে যে শিক্ষার্থীর পাওয়ার কথা বি প্লাস, সে পেয়ে যাচ্ছে এ প্লাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ফারুকী

১০

শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

১১

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

১২

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ নেতারা

১৩

৩০ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

৩০ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৬

বিজেপি নেতার তোপে মোদি ও অমিত শাহ

১৭

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

১৮

পাকিস্তানের তথ্যমন্ত্রী / ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত

১৯

নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে

২০
X