যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতির সূচনা করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।
শুক্রবার (২৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ছয় লাখ শিক্ষার্থীর ছয় লাখ বছর নষ্ট করবেন না উল্লেখ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এদেশের মানুষ। আরও নির্দিষ্ট করে বললে আমাদের তরুণ এবং যুবসমাজ।বিগত সময়ে প্রশ্নফাঁসসহ নানাধরনের অপকর্মে আমাদের পঙ্গু বানিয়ে ফেলার চেষ্টা হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘ধারণা করা হচ্ছে প্রশ্নফাঁস বা ‘লিখলেই নম্বার’ পাওয়ার নির্দেশনা না থাকায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল বেশ খারাপ হয়েছে। এ বছর প্রায় ৬ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে। ব্রুনেই/মালদ্বীপের মতো দেশে মোট জনসংখ্যাও ৬ লাখ না। অনেকে হয়তো কোনো দুর্ঘটনায় কারণে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।’
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লেখেন, ‘কিছু হতভাগার মার্কশিট দেখেছি। মাত্র একটা বিষয়ে ফেল করেছে আর অধিকাংশ বিষয়ে এ+ পেয়েছে। যারা এক/দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতির সূচনা করার দাবি জানাচ্ছি। আগামী বছর ওরা ফেল করা একটি/দুইটা বিষয়ে পরীক্ষা দিলে আশা করি পাশ করবে ইনশাআল্লাহ।’
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আরও লেখেন, ‘সুযোগ পেলে আমাদের এই ছোট ভাই-বোনেরাই একদিন ঘুরে দাঁড়াবে। তাদের একটু সুযোগ দিন। আজ যারা হোঁচট খেয়েছে, তারাই একদিন অনন্য কিছু করে দেখাবে, ইনশাআল্লাহ।’
মন্তব্য করুন