দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষকরা এখন থেকে ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। এতদিন তারা ২৫ শতাংশ হারে এই ভাতা পেতেন। তবে, কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাবদ সহায়তার জন্য ২২৯ কোটি টাকা চাইলে অর্থ বিভাগ তাতে সম্মতি দিয়েছে।
শনিবার (১৭ মে) অর্থ বিভাগ থেকে এই অর্থ ছাড়ের সম্মতি দেওয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। এই অর্থ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে সরবরাহ করা হবে, যা এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাপ্রাপ্তিতে আর্থিক নিশ্চয়তা প্রদান করবে।
আগামী ঈদুল আজহা থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। গত ২১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি স্মারকের ভিত্তিতে এই পুনঃউপযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত নির্দেশনায় অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল আজহা থেকে দ্বিগুণ উৎসব ভাতা পাবেন, যা তাদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে দেবে। শিক্ষা সংশ্লিষ্ট সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
মন্তব্য করুন