কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভালো মানুষ হতে পারাতেই শিক্ষার্থীদের সার্থকতা : রাজউক চেয়ারম্যান

রাজউক উত্তরা মডেল কলেজের কৃতী শিক্ষার্থীদের মধ্যে ‘বেস্ট অব দ্য বেস্ট’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
রাজউক উত্তরা মডেল কলেজের কৃতী শিক্ষার্থীদের মধ্যে ‘বেস্ট অব দ্য বেস্ট’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

শিক্ষা ও সহপাঠ বিষয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখায় রাজউক উত্তরা মডেল কলেজের কৃতী শিক্ষার্থীদের মধ্যে 'বেস্ট অব দ্য বেস্ট' পুরস্কার বিতরণ করলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু।

রোববার (২২ জুন) ওই কলেজের অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজউক চেয়ারম্যান। এসময় শিক্ষার্থীদের জন্য উপযোগী ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষার পরিবেশ সৃষ্টি করায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করে রিজু বলেন, ভালো মানুষ হতে পারাতেই শিক্ষার্থীদের সার্থকতা।

রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও আত্মোন্নয়নের স্পৃহা বাড়ানোর লক্ষ্যে দেওয়া হয় এই পুরস্কার। একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে এই সম্মাননা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এরপর অনুষ্ঠান উপলক্ষে ও রাজউক চেয়ারম্যানের সম্মানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোরম সাংস্কৃতিক উপস্থাপনার আয়োজন করা হয়। যার মধ্যে ছিল গান, দলীয় নৃত্য ও দলীয় নাটক। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বৈচিত্র্যময় প্রতিভার প্রমাণ দেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাজউক চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে অবদান রাখায় কৃতী শিক্ষার্থীদের হাতে 'বেস্ট অব দ্য বেস্ট' পুরস্কার তুলে দেন। এ ছাড়া জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে অবদান রাখা শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশাজীবী হওয়াটা শিক্ষার মুখ্য বিষয় নয়; বরং ভালো মানুষ হতে পারাতেই শিক্ষার্থীদের সার্থকতা। আজ এখানে শুধু পড়াশোনা নয়; বরং কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কর্মকাণ্ডের ওপরও সেরাদের সেরা পুরস্কার দেওয়া হচ্ছে। যা শিক্ষার্থীদের আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যে কাজই করবেন, সর্বোত্তমভাবে তা করার চেষ্টা করবেন। ভালো মানুষ হওয়াটা, দেশপ্রেমিক হতে পারাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার উভয় জায়গা থেকেই শিক্ষার পরিবেশ ভালো হলে আমরা একটি সুন্দর পরবর্তী প্রজন্ম রেখে যেতে পারব।

এ ছাড়াও পূর্বাচল নতুন শহরে রাজউক উত্তরা মডেল কলেজের একটি শাখা খোলার জন্য প্রয়োজনীয় আলোচনা করা যেতে পারে বলে তিনি জানান। প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, পূর্বাচলে রাজউকের শাখা প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব, যেন উন্নতমানের শিক্ষা ব্যবস্থাকে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। এ ছাড়া খেলার মাঠ সম্প্রাসারণ, বিজিবি মার্কেট অপসারণ ও উত্তরা তৃতীয় পর্বে কলেজের জন্য প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দের বিষয়ে এই কলেজ ও এর শিক্ষার্থীদের কাছে থেকে আসা অনুরোধগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা ও পর্যালোচনা করা হবে বলেও তিনি জানান।

এসময় কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম বলেন, আজকের অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যানের উপস্থিতি আমাদের মধ্যে উদ্দীপনা ও নবউদ্যমে কাজ করার স্পৃহা জাগিয়েছে। রাজধানীর শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানটির অভিভাবক হিসেবে রাজউক চেয়ারম্যান এখানে আসাতে শিক্ষার্থী, অভিভাবক ও সব শিক্ষক আজ আনন্দিত।

রাজধানীর উন্নয়ন ও একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয় নিয়ে রিয়াজুল ইসলামের নেতৃত্বে রাজউকের সমসাময়িক কার্যক্রম ভূয়সী প্রশংসার দাবিদার, যা আমাদের জন্য গর্বের বিষয়।

পুরস্কার বিতরণ শেষে রাজউক চেয়ারম্যান কলেজের খেলার মাঠসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কলেজের সামনে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা

এবার ধানমন্ডিতে আগুন

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অভিনেতা পঙ্কজ ধীর আর নেই

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন   

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথম টেস্টে সহজ জয় পাকিস্তানের

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

শিক্ষকদের ৩ দাবিতে উত্তাল শাহবাগ

১০

কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুনের লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

১১

সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন 

১২

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ ঘোষণা

১৩

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

১৪

সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

১৫

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

১৬

দুঃসাহসী সেই চিকিৎসকের ভাগ্যে কী ঘটেছে?

১৭

আসলেই কি নোয়াখালীতে গান্ধীর ছাগল চুরি হয়েছিল?

১৮

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত পাবে জানা গেল

১৯

রাজধানীতে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X