ঢাকার মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের নিয়মিত গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ড. ফুয়াদ হোসেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাকে মনোনীত করেছে।
সোমবার (২১ জুলাই) মাউশি সহকারী পরিচালক মো. মঈন উদ্দিনের (বেসরকারি কলেজ শাখা) সই করা এক অফিস আদেশে এটি নিশ্চিত করা হয়।
মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের মহাপরিচালক কর্তৃক মাউশিতে আবেদনের প্রেক্ষিতে এ মনোনয়ন সম্পন্ন হয়।
ড. ফুয়াদ হোসেন বর্তমানে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ অধিভুক্ত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত আছেন। একইসঙ্গে তিনি বিভাগটির বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করছেন।
উল্লেখ্য, ফুয়াদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর এবং শ্রীলঙ্কার রুহুনা বিশ্ববিদ্যালয় থেকে পিএচডি ডিগ্রি লাভ করেন।
মন্তব্য করুন