কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ ’-এ কিছু ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে। এসব পরিবর্তন এনে গত আগস্টে জারি করা বিধিমালাটি সংশোধন করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়ের অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান।

মাসুদ আকতার খান বলেন, ‘রোববার (২ নভেম্বর) বিধিমালাটি সংশোধনের গেজেট জারি হয়েছে। গত আগস্টে জারি করা বিধিমালায় ৪ ক্যাটাগরির পদ থাকলেও সংশোধনে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শরীর চর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদটি নতুন বিধিমালায় নেই।’

সমালোচনার মুখে পদগুলো বাতিল করা হয়েছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এ কর্মকর্তা। তিনি বলেন, ‘আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।’

বিধিমালায় একটি ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, ‘আগের বিধিমালায় মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা ও বাকি ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন বলে উল্লেখ ছিল। এখানে একটি শব্দগত ভুল হয়েছিল আমাদের, মনে হচ্ছিল ৮০ শতাংশ পদে বিজ্ঞান ছাড়া অন্যান্য বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন। কিন্তু আসলে কোটা ছাড়া পদের ওই ৮০ শতাংশ ছিল কমন। অর্থাৎ বিজ্ঞান বা অন্যান্য বিষয়ের ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন।’

তিনি বলেন, ‘তাই বিধিমালার কোটার বাইরের ৮০ শতাংশ পদের ক্ষেত্রে অন্যান্য বিষয়ে শব্দবন্ধকে বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন শব্দ বন্ধ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।’

এর আগে গত ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালার প্রজ্ঞাপন জারি হয়। নতুন বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের দুটি পদ নতুন করে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এরপর থেকে ধর্মভিত্তিক সংগঠনগুলো সংগীত বিষয়ের সহকারী শিক্ষক পদটি সৃষ্টি নিয়ে সমালোচনা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির মরদেহ 

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই

চমক রেখে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

সংসদের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় ছাত্র-জনতার

শত শত কামিকাজি ড্রোন কিনছে ভারত

তিন বিভাগে ঘন কুয়াশার আভাস 

অচেনা নম্বর থেকে আসা মেসেজে বানান ভুল? সতর্ক থাকুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, নথিপত্র ক্ষতিগ্রস্ত

১০

চূড়ান্ত হলো ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি

১১

মিন্টুকে কাছে পেয়ে উচ্ছ্বাসে নেতাকর্মীরা, মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ সোনাগাজী বিএনপি

১২

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

১৩

কবি নজরুলের কবরের পাশে হাদিকে দাফনের সিদ্ধান্ত

১৪

মাদুরোর আত্মীয় ও সহযোগীদের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫

সতর্ক হোন, নীরবে শরীরে ৭ ক্ষতি করছে ইউরিক অ্যাসিড

১৬

আ.লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে হাদিকে হত্যা করেছে : সালাউদ্দিন বাবু

১৭

বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রতিপক্ষের শক্তিশালী দল ঘোষণা

১৮

আসছে ‘ধুরন্ধর ২’, জানা গেল মুক্তির তারিখ

১৯

হাদির জানাজা  / মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

২০
X