

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ।
এদিন সকাল থেকেই আসতে শুরু করেন মানুষ। সেইসঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’; ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, হাদির নামাজে জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে সেনাবাহিনীও টহল দিচ্ছে। র্যাব, আনসার মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক।
জানা গেছে, ওসমান হাদির জানাজা আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।
মন্তব্য করুন