সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিদ্ধান্ত পাল্টালেন সেই বিএনপি প্রার্থী

বিএনপির নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে পুনরায় নির্বাচনের ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা
বিএনপির নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে পুনরায় নির্বাচনের ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা

নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে মাসুদুজ্জামান এই ঘোষণা দেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘বিভিন্ন পারিপার্শ্বিকতা ও বাস্তবতার কারণে আমি এক পর্যায়ে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। তবে নেতাকর্মীদের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই ভালোবাসা ও বিশ্বাস আমার কাছে অত্যন্ত মূল্যবান। তাই আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি— আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি, ইনশাআল্লাহ আমি নির্বাচন করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবেন, আমি সেই সিদ্ধান্ত মেনে নেব।’

এর আগে গত ১৬ ডিসেম্বর জেলা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান।

এরপর থেকেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টানা কয়েকদিন বিক্ষোভ করেন। বিক্ষোভে কয়েকজন নেতাকর্মীকে কান্না করতেও দেখা যায়। পাশাপাশি অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন না হলে মাসুদুজ্জামানের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘোষণাও দেন কয়েকজন নেতা।

নির্বাচন না করার ওই ঘোষণার প্রসঙ্গ টেনে ঘেরাও কর্মসূচিতে মাসুদুজ্জামান বলেন, সেদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া আমার ঘোষণার কারণে জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির নেতারাসহ সারা দেশের বিএনপির নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন। আমি তাদের সবার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাই।

তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করেই আমি বলতে চাই— আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। তাই একইসঙ্গে আমি আপনাদের কাছেও ক্ষমাপ্রার্থী।

নেতাকর্মীদের উদ্দেশে মাসুদুজ্জামান বলেন, ‘আজ থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন, আপনারাই আমার নিরাপত্তা। আজ থেকে আর কোনো নিরাপত্তা শঙ্কা রইলো না। জীবন বাজি রেখে একসঙ্গে কাজ করবো।’

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীরা খানপুর হাসপাতাল রোডে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যরা বক্তব্য দেন। ওই সমাবেশ শেষে একটি মিছিল নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা প্রদক্ষিণ করে মাসুদুজ্জামানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘেরাও করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারাতে চাই না : মান্নান

সবজির দামে ভাটা, পেঁয়াজে পতন

ছোট ফেনী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আবদুল আউয়াল মিন্টু

দুই যুবক নিহতের ঘটনায় পুলিশ বক্স ভাঙচুর-অগ্নিসংযোগ

হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে : ইশরাক হোসেন

গোপালগঞ্জে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি চত্বর’

‘নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত’

ওসমান হাদির মৃত্যু / আজ যা যা ঘটল

হাদিকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট যুবকের, যা করল ছাত্র-জনতা

ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার তদন্ত চায় জামায়াত

১০

জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

১১

আলজাজিরার বিশ্লেষণ / হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত

১২

ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত

১৩

সিদ্ধান্ত পাল্টালেন সেই বিএনপি প্রার্থী

১৪

হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ, যে আহ্বান জানালেন ভলকার টুর্ক

১৫

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা

১৬

হাদির বিক্ষোভ মিছিল শেষে বাসের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত

১৭

নির্বাচন বানচালের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছিল : প্রিন্স

১৮

‎অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকবোঝাই গরু ডাকাতি, আহত ৬

১৯

তোপখানা রোডের উদীচীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

২০
X