কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এনএসইউ’র আইইএলটিএস স্কলারশিপ বিজয়ীর নাম ঘোষণা ব্রিটিশ কাউন্সিলের

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

আইইএলটিএস স্কলারশিপ বিজয়ীর নাম ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল। আজ সোমবার (৯ অক্টোবর) ব্রিটিশ কাউন্সিল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেই সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আইইএলটিএস স্কলারশিপ বিজয়ীর এবং ক্যাম্পাস অ্যাম্বাসাডরদের এক বছর মেয়াদকাল সফলভাবে সম্পন্ন করার সাফল্য উদযাপন করা হয়।

ব্রিটিশ কাউন্সিল থেকে আইইএলটিএস পরীক্ষায় কমপক্ষে ৬ স্কোর পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এমন শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপের সুযোগ চালু করা হয়। ব্রিটিশ কাউন্সিল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাপূর্ণ বাছাই প্রক্রিয়ার পরেই শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে এই স্কলারশিপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্কলারশিপ বিজয়ী মুরসালিন হাসান চৌধুরী আলফির হাতে সনদ, ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিশশা। অনুষ্ঠানে আইইএলটিএস ক্যাম্পাস অ্যাম্বাসাডর খন্দকার ইয়াসিন কাদের ও সাদিয়া জিসান আয়েশা তাদের বছরব্যাপী অবদানের স্বীকৃতি হিসেবে সনদপত্র অর্জন করেন। পুরস্কার বিজয়ী এই স্কলারশিপের টাকা দিয়ে পরের সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করতে পারবে।

এ বিষয়ে টম মিশশা বলেন, আইইএলটিএস স্কলারশিপ বিজয়ী মুরসালিন হাসান চৌধুরী আলফিকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। পাশাপাশি, সামনে থেকে এই উদ্যোগের নেতৃত্ব দেওয়ায় আইইএলটিএস ক্যাম্পাস অ্যাম্বাসাডরদেরও ধন্যবাদ। ব্রিটিশ কাউন্সিল তরুণদের শিক্ষা, ইংরেজি এবং শিল্পকলায় জীবন গড়ার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অংশীদারদের সহায়তা করবে।

আইইএলটিএস স্কলারশিপ বিজয়ী মুরসালিন হাসান চৌধুরী আলফি বলেন, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার শক্তি ও সাহস হয়ে পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ কাউন্সিল। এই কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা প্রদান করায় আমি ব্রিটিশ কাউন্সিলের প্রতি অশেষ কৃতজ্ঞ।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের নেতৃত্ব দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এ ছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের ডিন এবং প্রশাসনিক সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত মাসুদা রেজা, ডিরেক্টর অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের ড. ক্যাথেরিন লি ও তাসনিয়া আজমেরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁদ পেতে হরিণ শিকার, জবাই করতেই ধরা

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দুর্নীতি দমনে প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেপ্তার

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল ও বেড়া

প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে কৃতি

সুন্দরবনে অপহরণের মূলহোতা বনদস্যু মাসুম গ্রেপ্তার

ঘরে যা করতে পারেন না মেসি

শৈত্যপ্রবাহে রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ

বারবার ঘুম ভেঙে বাথরুমে যেতে হচ্ছে? হতে পারে শরীরের গুরুত্বপূর্ণ সংকেত

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

১১

১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

১২

অ্যাশেজ বিপর্যয়ের পর আত্মসমালোচনায় ইংল্যান্ড বোর্ড

১৩

অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রীর সঙ্গে শেষ কী কথা বলেছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির

১৫

বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে শাহিন আফ্রিদির কঠোর বার্তা

১৬

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

১৭

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

১৮

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

১৯

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

২০
X