

ইংরেজি ভাষাদক্ষতার জন্য প্রচলিত নিরীক্ষণ পদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা পড়তে ও অভিবাসনের জন্য যেতে চান, তাদের এ পরীক্ষা দিতে হয়।
সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন।
ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) অফিসিয়ালি ঘোষণা করেছে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে আইএলটিএস পেপার বেসড পরীক্ষা বন্ধ হয়ে যাবে। যাদের পরীক্ষা ফেব্রুয়ারির পর নির্ধারিত ছিল, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেসড থেকে সিডিটি (কম্পিউটার ডেলিভারড টেস্ট)-এ পরিবর্তন করতে পারবেন।
ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এর আগে, আইইএলটিএস পরীক্ষায় বড় এসেছিল পরিবর্তন। আইইএলটিএস পরীক্ষায় এতদিন লিসেনিং ও রিডিং অংশে বাধ্যতামূলকভাবে পেনসিল ব্যবহার করতে হতো। রাইটিং অংশে পেনসিল বা কলম—দুটোর যে কোনো একটি ব্যবহারের সুযোগ ছিল। তবে নতুন নিয়মে এই প্রথায় পরিবর্তন এসেছে। এখন থেকে লিসেনিং, রিডিং ও রাইটিং—এই তিনটি অংশেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনো পরিস্থিতিতেই পরীক্ষার্থীরা পেনসিল ব্যবহার করতে পারবেন না।
মন্তব্য করুন