বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সাধারণ নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং শাহাদৎ হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য নির্বাচিত সদস্য হলেন- সহসভাপতি মো. লিটন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ মো. বাবু হোসেন, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইব্রাহিম সরদার।
৯ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন