কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৭:০৮ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

কওমি মাদ্রাসা আছে, ভবিষ্যতেও থাকবে : শিক্ষামন্ত্রী

মঙ্গলবার সচিবালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : কালবেলা
মঙ্গলবার সচিবালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : কালবেলা

কওমি মাদ্রাসা বন্ধ সংক্রান্ত কোনো বক্তব্য দেননি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, ভবিষ্যতেও থাকবে।

মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্যে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মন্ত্রী বলেন, কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সেখানকার শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির কথা বলেছি, তারা যাতে কর্মসংস্থান পায় সেসব বিষয় নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাচ্ছি, আগামীতেও কাজ করব। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতো কথা কেউ কখনো বলেনি।

গত ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশন শেষে কওমি মাদ্রাসা নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। সেই বক্তব্য কয়েকটি গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয় বলে দাবি করেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের থেকে একটি আলোচনা এসেছিল যে, অনিবন্ধিত নাম-পরিচয়হীন কিছু প্রতিষ্ঠান নূরানী মাদ্রাসা হিসেবে গড়ে উঠছে। সেগুলো নিবন্ধনের প্রক্রিয়া কী? সেই পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছিলাম, যেসব নূরানী মাদ্রাসা গড়ে উঠছে সেগুলোর যথাযথ নিবন্ধন তাদের কাছে আছে কি না, সেগুলোতে কীভাবে শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে, সেটা কীভাবে আমাদের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক না হয়; সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

তার বক্তব্য বিকৃত করা হয়েছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, সোমবার (৪ মার্চ) একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক নামধারী কিছু সংগঠন থেকে বলা হয়েছে, আমি বলেছি যে নূরানী বা কওমি মাদ্রাসার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী কমে যাচ্ছে এবং সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এ ধরনের মন্তব্য আমি করিনি। একটি পক্ষ গুজব রটিয়ে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘তারা এ অপরাজনীতি প্রাক্কালে আরও অনেক ধরনের মানহানিকর এবং আপত্তিকর কথা বলছে। এরমধ্যে একটি ছিল যে আমি ইসকন নামের একটি সংগঠনের সদস্য এবং ইসকনের সদস্য হয়ে আমি ভিন্ন সংস্কৃতি শিক্ষাক্রমে ঢোকানোর অপচেষ্টায় লিপ্ত আছি। এটা একেবারে আপত্তিকর, মানহানিকর এবং ষড়যন্ত্রমূলক। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত বিচার ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে হত্যার বিচার

একের পর এক বিয়ের প্রস্তাবে বিব্রত হিরো আলম

রাজশাহীর পদ্মায় দেখা মিলল কুমিরের

সেমির আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

যে কারণে দীপাবলি পালন করেন না দিলজিৎ

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল

জুবুর মাকে কী করে বোঝাব, জুবু আর নেই : জোবায়েদের বাবা

ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়ার রোগ জিবিএস

ভ্যাপসা গরম কমবে কবে জানাল আবহাওয়া অফিস

১০

পাঁচ দেশের সঙ্গে সম্পর্ক থাকা কে এই ‘গ্লোবাল’ ক্রিকেটার

১১

কেন করণের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া?

১২

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় কেউই এড়াতে পারে না : ইএবি

১৩

ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে : ইসি সচিব

১৪

বড়দের আচরণে ক্ষতি হয় শিশুর

১৫

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

১৭

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত

১৮

প্রকল্প সংস্কৃতি বিবিএসকে মূল কাজ থেকে বিচ্যুত করেছে: টাস্কফোর্সের প্রতিবেদন

১৯

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

২০
X