বন্যার কারণে এবার তিনটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে কি না, সে বিষয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নিশ্চিত করেছেন, তিন বোর্ডের পরীক্ষা পেছালেও বাকি ৮ বোর্ডের সঙ্গে মিলিয়ে ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে এইচএসসির পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করব, ইনশাআল্লাহ। যাদের আগে পরীক্ষা শুরু হয়েছে, তাদের তো ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে। আর যাদের দেরিতে শুরু হবে, তাদের ফলও ৬০ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি।
পরীক্ষা শুরুর আগে যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যাতে যানজটে ভোগান্তি না হয় সে লক্ষ্যে এসএসসির সময় সমন্বয় করা হয়। কিন্তু এইচএসসিতে সকালে ও বিকেলে পরীক্ষা থাকায় সেটি সম্ভব হয়নি। এটা নিয়ে আমরা আলাপ করেছি।
আগামীতে পরীক্ষার সূচি এগিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী বছরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলের শুরু করার ভাবনা রয়েছে। এ বিষয়টি নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন