

ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, ১২ তারিখের নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। জনগণের ভোটাধিকার রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দোহার উপজেলার চরকুশাই এলাকায় ঢাকা জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে এলাকার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
খন্দকার আবু আশফাক বলেন, এ নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াই। ভয় বা চাপের কাছে নত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটকেন্দ্র পাহারা দেওয়া থেকে শুরু করে শেষ ফলাফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরে পেতে চায়। এই পরিবর্তনের জন্য জনগণকে সঙ্গে নিয়েই এগোতে হবে।
উঠান বৈঠকে স্থানীয় নেতারা বলেন, খন্দকার আবু আশফাক সবসময় জনগণের পাশে থেকেছেন। এবারও তারা তাকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ সময় দোহার উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুবুর রহমান পান্নু, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চুন্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার, বিএনপি নেতা শাহিন শিকদার, যুবদল মিশু, নেতা অনিক শিকদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন