কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

হিরো আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। ছবি : কালবেলা
হিরো আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েও ভোটে থাকায় স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে ধোকা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদস্বরূপ হিরো আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থীদের এই জোট।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয় স্মরণিস্থ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে মনোনয়ন জমা দেওয়া ৩৮৬ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করার সম্মতি দেওয়ায় তাদেরকে ধন্যবাদ এবং অন্যদের একতরফা নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়ে রোববার (১৭ ডিসেম্বর) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের অন্যদের পাশাপাশি হিরো আলমও বক্তব্য রাখেন। প্রার্থীতা প্রত্যাহারের ৩৮৬ জনের মধ্যে হিরো আলমও ছিলেন। হিরো আলম গত কিছুদিন থেকে আমার সাথে যোগাযোগ করছিলেন। হিরো আলম জানিয়েছিলেন- বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারেই তিনি প্রার্থীতা প্রত্যাহার করবেন। কিন্তু হিরো আলম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সিদ্ধান্ত বদল করেন। প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনে থাকার ঘোষণা দেন, যা সম্পূর্ণ ধোকাবাজির শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, শোনা যাচ্ছে- আওয়ামী লীগ আবারও কারচুপির নির্বাচন করতে যাচ্ছে। এ কারণে তপশিল ঘোষণার পর সংবাদ সম্মেলন করে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি। সেই সঙ্গে ৩০০ জন প্রার্থীর সাথে আলোচনা করে আমরা মনোনয়ন ফরম কেনা থেকেও বিরত থাকি। তাছাড়া জাতির স্বার্থে প্রার্থীতা প্রত্যাহারের জন্য আমরা অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখি।

স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের এই চেয়ারম্যান বলেন, হিরো আলম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আবার একই বক্তব্যের শেষে বলেন যে, ‘নির্বাচন কতটা সুষ্ঠু হয়- সেটা দেখার জন্য হলেও একজন লোক নির্বাচনে থাকা প্রয়োজন। আমি হচ্ছি সে ব্যক্তি, কিন্তু আমি যেকোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারি।’ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সঙ্গে হিরো আলমের এই ধোকাবাজি ও ডিগবাজির পরিপ্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ আজকের এই সংবাদ সম্মেলন।

আব্দুর রহিম প্রশ্ন রেখে বলেন, হিরো আলমের এই ডিগবাজি দেওয়ার কারণ কী জানি না। তবে আমাদের ধারণা, আমাদের ব্যানারকে ব্যবহার করে সুচতুরভাবে অর্থনৈতিক ও এমপি পদের সুবিধা নিশ্চিত করতেই হিরো আলম ওই সংবাদ সম্মেলনকে ব্যবহার করেছেন। সরকারের দর কষাকষিতেও বিক্রি হতে পারেন হিরো আলম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নতুন বাংলার চেয়ারম্যান আকবর হোসেন ফাইটন, বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী, রাজিয়া সুলতানা রত্না প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X