সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

হিরো আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। ছবি : কালবেলা
হিরো আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েও ভোটে থাকায় স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে ধোকা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদস্বরূপ হিরো আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থীদের এই জোট।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয় স্মরণিস্থ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে মনোনয়ন জমা দেওয়া ৩৮৬ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করার সম্মতি দেওয়ায় তাদেরকে ধন্যবাদ এবং অন্যদের একতরফা নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়ে রোববার (১৭ ডিসেম্বর) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের অন্যদের পাশাপাশি হিরো আলমও বক্তব্য রাখেন। প্রার্থীতা প্রত্যাহারের ৩৮৬ জনের মধ্যে হিরো আলমও ছিলেন। হিরো আলম গত কিছুদিন থেকে আমার সাথে যোগাযোগ করছিলেন। হিরো আলম জানিয়েছিলেন- বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারেই তিনি প্রার্থীতা প্রত্যাহার করবেন। কিন্তু হিরো আলম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সিদ্ধান্ত বদল করেন। প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনে থাকার ঘোষণা দেন, যা সম্পূর্ণ ধোকাবাজির শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, শোনা যাচ্ছে- আওয়ামী লীগ আবারও কারচুপির নির্বাচন করতে যাচ্ছে। এ কারণে তপশিল ঘোষণার পর সংবাদ সম্মেলন করে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি। সেই সঙ্গে ৩০০ জন প্রার্থীর সাথে আলোচনা করে আমরা মনোনয়ন ফরম কেনা থেকেও বিরত থাকি। তাছাড়া জাতির স্বার্থে প্রার্থীতা প্রত্যাহারের জন্য আমরা অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখি।

স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের এই চেয়ারম্যান বলেন, হিরো আলম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আবার একই বক্তব্যের শেষে বলেন যে, ‘নির্বাচন কতটা সুষ্ঠু হয়- সেটা দেখার জন্য হলেও একজন লোক নির্বাচনে থাকা প্রয়োজন। আমি হচ্ছি সে ব্যক্তি, কিন্তু আমি যেকোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারি।’ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সঙ্গে হিরো আলমের এই ধোকাবাজি ও ডিগবাজির পরিপ্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ আজকের এই সংবাদ সম্মেলন।

আব্দুর রহিম প্রশ্ন রেখে বলেন, হিরো আলমের এই ডিগবাজি দেওয়ার কারণ কী জানি না। তবে আমাদের ধারণা, আমাদের ব্যানারকে ব্যবহার করে সুচতুরভাবে অর্থনৈতিক ও এমপি পদের সুবিধা নিশ্চিত করতেই হিরো আলম ওই সংবাদ সম্মেলনকে ব্যবহার করেছেন। সরকারের দর কষাকষিতেও বিক্রি হতে পারেন হিরো আলম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নতুন বাংলার চেয়ারম্যান আকবর হোসেন ফাইটন, বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী, রাজিয়া সুলতানা রত্না প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১০

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১১

যুবদল নেতাকে বহিষ্কার

১২

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

১৩

এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

১৪

তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান

১৫

চট্টগ্রামে পিতার আসন পুনরুদ্ধারে মাঠে চার মন্ত্রীপুত্র

১৬

ইঙ্গিতপূর্ণ বার্তা তাসনূভা জাবীনের

১৭

নীতির প্রশ্নে আপস করেননি খালেদা জিয়া : খায়রুল কবির

১৮

ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

১৯

জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর

২০
X